তথাগত বিবৃতির প্রেম নিয়ে একদিকে যেখানে চর্চা জারি সেখানে দেবলীনাও কি কাউকে নতুন করে মন দিলেন? সম্প্রতি তেমনই গুঞ্জন শোনা যাচ্ছিল। অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তিনি প্রেম করছেন। এবার এই বিষয়ে তিনি কী জানালেন?
আরও পড়ুন: 'সত্যিই অনেকটা সময় লাগে...' সোহিনী - শোভনের বিয়ের কয়েকদিনের মধ্যে হঠাৎ কী নিয়ে এমন লিখলেন ইমন?
সৌম্যর সঙ্গে প্রেম চর্চা নিয়ে কী বললেন দেবলীনা?
এদিন আমি অর্পিতা নামক একটি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় দেবলীনা জানান তাঁর এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি নিখাদ বন্ধুত্ব রয়েছে, যা তাঁর কাছে খুব দামী। জানান জেন্ডার ফ্রি বন্ধুত্ব তাঁদের। দেবলীনাকে সমর্থন করেন সৌম্য। অভিনেতার কথায়, 'বন্ধু বান্ধবের কখনও লিঙ্গ হয় না। স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কেউ যে কারও বন্ধু হতে পারে। আর ওর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কারণ ওর মতো মানুষই আজকাল বিরল।'
তিনি একই সঙ্গে দেবলীনার তারিফ করে বলেন, 'ও নন জাজমেন্টাল, আদ্যোপান্ত একজন ভালো মানুষ যা আজকালকার দিনে দেখাই যায় না।' বন্ধুর কথা টেনেই দেবলীনা বলেন, 'ও তাই। কেন সেটা আর বললাম না। তবে প্রেমের ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা খুব মেলে।'
এরপরই দেবলীনা স্পষ্ট করে দেন তাঁদের মধ্যে কোনও বিশেষ সম্পর্ক নেই বন্ধুত্বের বাইরে। তাই কে কী ভাবল তাঁদের নিয়ে তাতে তাঁর কিছুই যায় আসে না। অভিনেত্রীর কথায়, 'যে যেটা ভেবে আনন্দ পায় সেটা ভেবেই খুশি থাকুক। আমরা জানি আমাদের সম্পর্ক কী। ব্যাস ওতেই হবে। বাকি কে কী ভাবল তাতে আমার কাঁচকলা।'