দেবলীনা দত্ত বরাবরই খুবই স্পষ্টবক্তা। আরজি কর কাণ্ডের পর টলিউডের যে তারকারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, নিয়মিত মিটিং, মিছিলে যোগ দিয়েছেন তাঁদের অন্যতম হলেন দেবলীনা দত্ত। এদিন তিনি আরজি করের নির্যাতিতার বিচার চাওয়ার পাশাপাশি প্রশ্ন তোলেন গৃহিণীদের কাজের পরিবেশ নিয়ে।
আরও পড়ুন: কুইন্টাল - কিউসেক ঘেঁটে ঘ! হুগলির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বেফাঁস মন্তব্য রচনার, কটাক্ষ বিজেপির
কী বললেন দেবলীনা?
বর্তমানে আরজি কর কাণ্ডের পর কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, কাজের পরিবেশ কেমন সেসব নিয়ে প্রশ্ন উঠছে, চর্চা চলছে। আর এমন সময়ই দেবলীনা দত্ত হোমমেকার বা হাউজ ওয়াইফদের কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন। মনে করিয়ে দিলেন চ্যারিটি এবং জাস্টিস দুটোই শুরু হয় বাড়ি থেকে।
এদিন দেবলীনা দত্ত ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আমরা সবাই জানি জাস্টিস বিগিনস অ্যাট হোম। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তিলোত্তমার ঘটনার পর থেকে কাজের জায়গায় নিরাপত্তা নিয়ে খুবই ভাবিট সবাই। এটা মাথায় রাখতে হবে প্রতিটা হোমমেকারের কাজের জায়গা কিন্তু আমাদের বাড়ি। তাই বাড়িতে কোনও অন্যায় ঘটলে সেটার প্রতিবাদ করার দায়িত্ব আমার। এবং হোমমেকারকে বিচার দেওয়ার দায়িত্ব আমার। যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন আমরা মনে রাখব উই ডিম্যান্ড জাস্টিস। এই কথাটা আমরা আমাদের বাড়ির বাইরে, ভিতরে, দরজায়, দেওয়ালে, পছন্দের কোণে যে কোনও কোথাও নিজের মতো করে সুন্দর করে লিখে লাগিয়ে রাখব। আমি রাখব আমার বাড়িতে, আপনাদের ইচ্ছে হলে আপনারাও রাখবেন। উই ডিম্যান্ড জাস্টিস।'
অনেকেই দেবলীনার এই কথায় তাঁর প্রশংসা করেছেন। সমর্থন করেছেন। কেউ কেউ আবার বলেছেন কথাটা লিখে ছবি দিন তাহলে তারপর আমরাও করব।
দেবলীনা দত্তকে আগামীতে যমালয়ে জীবন্ত ভানু ছবিতে দেখা যাবে। সেখানে তিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়।