বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আর জি করের জায়গায় সোনাগাছিতে হলে..’, যৌনকর্মীদের নিয়ে অশালীন মন্তব্য প্রাক্তন পুলিশকর্তার, সরব সৃজিত-দেবলীনারা

‘আর জি করের জায়গায় সোনাগাছিতে হলে..’, যৌনকর্মীদের নিয়ে অশালীন মন্তব্য প্রাক্তন পুলিশকর্তার, সরব সৃজিত-দেবলীনারা

সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে অশালীন মন্তব্য প্রাক্তন পুলিশের, পালটা সৃজিত-দেবলীনা

‘আর জি কর যেমন একটা ওয়ার্কপ্লেস, সোনাগাছিও ওয়ার্কপ্লেস…', মনে করালেন সৃজিত। দেবলীনা স্পষ্ট বলেন, ‘সোনাগাছির বোনেদেরও না বলার অধিকার রয়েছে’। 

বুধবার প্রেসিডেন্সি কলেজের ডাকা রাজ্য ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত। আরজি করের নৃশংস ঘটনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে বসেন, ‘এটা সোনাগাছিতে হলে তাও মানা যেত’। এই মন্তব্যের বিরোধিতায় মঞ্চেই সোচ্চার হলেন সৃজিত মুখোপাধ্যায়। 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন সৃজিত। এই কলেজের সঙ্গে তাঁর নাড়ির টান রয়েছে। মঞ্চে দাঁড়িয়েই প্রতিবাদী সৃজিত জানালেন, ‘আর জি কর যেমন একটা ওয়ার্কপ্লেস, সোনাগাছিও ওয়ার্কপ্লেস… সোনাগাছিতে যারা কাজ করেন তাঁরা সমাজে যা কিছু নেগেটিভ, যা কিছু খারাপ সেটা নীলকণ্ঠের মতো ধারণ করেন। তাদের ওয়ার্কপ্লেসে এটা হতে পারে, বা হলে সেটা বিশাল কোনও ব্যাপার নয়… এটা খুব ভুল এবং নিন্দনীয় চিন্তা।’ 

সৃজিতের পাশাপাশি সোচ্চার দেবলীনাও। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি অভিনেত্রী বলেন, 'উনি প্রতিবাদ করতে এসেছিলেন, এক্স পুলিশকর্তা পঙ্কজ বাবু… প্রতিবাদ করতে এসে এই কথাটা দুম করে বলে ফেললেন, যদি সোনাগাছিতে হত তাও একটা কথা ছিল। আমি এই কথাটার তীব্র নিন্দা করছি। যেহেতু আমরা প্রতিবাদেরত এই মুহূর্তে এটাকে আমি অ্যাবিউস হিসাবে ধরছি। আমাদের দিদিরা, বোনেরা, মায়েরা যারা সোনাগাছি রয়েছেন, তাদের কারুর রেপড হওয়ার অধিকার নেই। কারুর নেই। আপনি এই কথাটা কী করে বললেন? একটা প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে! আমাদের প্রতিবাদটা তো এই নিয়েই। সেই কারণেই তো এই স্লোগানটা চলছে-‘Wherever I go, however I dress, NO means NO, yes means yes’। আমাদের সোনাগাছির যে বন্ধুরা, মায়েরা, দিদিরা বোনেরা রয়েছে তাঁদেরও না বলার অধিকার আছে। আপনি সোনাগাছির নাম উচ্চারণ করে এই কথাটা বলতে পারেন না। সেই কারণেই আমি আমার প্রতিবাদটুকু করছি।' 

দেবলীনা আরও বলেন, ‘কিচ্ছু করে কেউ আমার প্রতিবাদ আটকাতে পারবে না। এবার জনগণের উপর ছেড়ে দিলাম, তাহলে বলুন সোনাগাছিতে কি এটা করা যায়?’ 

আরজি কর কাণ্ডে প্রতিবাদে সোচ্চার হওয়ায় কটাক্ষের মুখে পড়তে হচ্ছে দেবলীনাকেও। কিন্তু সেই নিয়ে মাথা ঘামাতে চান না দেবলীনা। অভিনেত্রীর নিশানা থেকে বাদ গেল না কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরাও। মৌসুমী ভট্টাচার্যকে করা ‘বদন বিগড়ে গেছে’ মন্তব্য নিয়ে দেবলীনা বলেন, ‘আপনারা দুজনে মিলে নিজেদের যে পরিচয় দিলেন, তারপর নিজেদের মুখ কী করে আয়নায় দেখছেন জানি না’। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল স্বস্তির খবর! ভয়ের কিছু নেই,শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত! জানালেন স্মৃতি… চার্জশিট-সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল!'ডাক্তারবাবু'কে কটাক্ষ TMCP নেত্রীর কালই নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে কয়েকদিন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.