বুধবার প্রেসিডেন্সি কলেজের ডাকা রাজ্য ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্ত। আরজি করের নৃশংস ঘটনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে বসেন, ‘এটা সোনাগাছিতে হলে তাও মানা যেত’। এই মন্তব্যের বিরোধিতায় মঞ্চেই সোচ্চার হলেন সৃজিত মুখোপাধ্যায়।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন সৃজিত। এই কলেজের সঙ্গে তাঁর নাড়ির টান রয়েছে। মঞ্চে দাঁড়িয়েই প্রতিবাদী সৃজিত জানালেন, ‘আর জি কর যেমন একটা ওয়ার্কপ্লেস, সোনাগাছিও ওয়ার্কপ্লেস… সোনাগাছিতে যারা কাজ করেন তাঁরা সমাজে যা কিছু নেগেটিভ, যা কিছু খারাপ সেটা নীলকণ্ঠের মতো ধারণ করেন। তাদের ওয়ার্কপ্লেসে এটা হতে পারে, বা হলে সেটা বিশাল কোনও ব্যাপার নয়… এটা খুব ভুল এবং নিন্দনীয় চিন্তা।’
সৃজিতের পাশাপাশি সোচ্চার দেবলীনাও। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি অভিনেত্রী বলেন, 'উনি প্রতিবাদ করতে এসেছিলেন, এক্স পুলিশকর্তা পঙ্কজ বাবু… প্রতিবাদ করতে এসে এই কথাটা দুম করে বলে ফেললেন, যদি সোনাগাছিতে হত তাও একটা কথা ছিল। আমি এই কথাটার তীব্র নিন্দা করছি। যেহেতু আমরা প্রতিবাদেরত এই মুহূর্তে এটাকে আমি অ্যাবিউস হিসাবে ধরছি। আমাদের দিদিরা, বোনেরা, মায়েরা যারা সোনাগাছি রয়েছেন, তাদের কারুর রেপড হওয়ার অধিকার নেই। কারুর নেই। আপনি এই কথাটা কী করে বললেন? একটা প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে! আমাদের প্রতিবাদটা তো এই নিয়েই। সেই কারণেই তো এই স্লোগানটা চলছে-‘Wherever I go, however I dress, NO means NO, yes means yes’। আমাদের সোনাগাছির যে বন্ধুরা, মায়েরা, দিদিরা বোনেরা রয়েছে তাঁদেরও না বলার অধিকার আছে। আপনি সোনাগাছির নাম উচ্চারণ করে এই কথাটা বলতে পারেন না। সেই কারণেই আমি আমার প্রতিবাদটুকু করছি।'
দেবলীনা আরও বলেন, ‘কিচ্ছু করে কেউ আমার প্রতিবাদ আটকাতে পারবে না। এবার জনগণের উপর ছেড়ে দিলাম, তাহলে বলুন সোনাগাছিতে কি এটা করা যায়?’
আরজি কর কাণ্ডে প্রতিবাদে সোচ্চার হওয়ায় কটাক্ষের মুখে পড়তে হচ্ছে দেবলীনাকেও। কিন্তু সেই নিয়ে মাথা ঘামাতে চান না দেবলীনা। অভিনেত্রীর নিশানা থেকে বাদ গেল না কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরাও। মৌসুমী ভট্টাচার্যকে করা ‘বদন বিগড়ে গেছে’ মন্তব্য নিয়ে দেবলীনা বলেন, ‘আপনারা দুজনে মিলে নিজেদের যে পরিচয় দিলেন, তারপর নিজেদের মুখ কী করে আয়নায় দেখছেন জানি না’।