দেবলীনা দত্ত আর তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্কের ওঠাপড়া গত বছর থেকেই রয়েছে খবরে। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। এক সময় ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিবেসে পরিচিত ছিলেন তাঁরা। তবে, আলাদা হয়ে যান ২০২১ সালে। সেই সময় একে-অপরের নামে প্রকাশ্যে নিন্দেও করেন তাঁরা। যা বেশ অবাক করেছিল সকলকে।
তবে জানেন কি, তথাগতর সঙ্গে বিয়ের আগেও একবার বিয়ে ঠিক হয়েছিল দেবলীনার। এমনকী, সেই সম্পর্ক বিয়ের দিন অবধি গড়িয়েছিল। কনের সাজে সেজে উঠেছিলেন দেবলীনা। তবে বিকেল গড়িয়ে রাত, লগ্ন পেরিয়ে গেল, ঠাকুর মশাই অপেক্ষা করল, এল না বর। আরও পড়ুন: ‘শ্রীকান্ত’ ঋষভের সঙ্গে দুবাই সমুদ্রে বিকিনিতে দেবলীনা! নতুন সম্পর্কের ইঙ্গিত?
শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’ চ্যাট শো-তে এসে এই ঘটনাকে ‘কুইন’ এর সঙ্গে তুলনা করেছিলেন দেবলীনা। বিয়ের আগের দিনও নাকি দেবলীনাকে সেই ব্যক্তি বলেছিলেন, কাল বাসর রাতে সবাই খুব মজা করব। তোমার সব ভআই-বোনদের থাকতে বলো কিন্তু! তারপর বিয়ের দিন সকাল থেকেই হবু বরের ফোন বন্ধ। গোটা পরিবারের ফোন বন্ধ। বিয়ে করতে আসেনি সে আর! পরেরদিন জানা যায়, হার্ট অ্যাটাক হয়েছে নাকি ওই ব্যক্তির। হাসপাতালে ভর্তি। তবে সেখানে দেখা করতে গিয়ে দেবলীনা জানতে পারেন পুরোটাই সাজানো। দেবলীনাকে বিয়ে করবেন না বলেই ওই নাটক করেছেন তিনি। যদিও সেই ব্যক্তির পরিচয় জানাতে চাননি দেবলীনা শো-তে।
দেবলীনা বলেন, ‘তবে ওই লোকটার কাছে আমি কৃতজ্ঞ এই কারণে যে সেই দিন ওই নাটকটা না করলে আজ আমি তথাকে পেতাম না।’
নিশ্চয়ই বলে দিতে হবে না এই সাক্ষাৎকার পুরনো। তবে তথাগত আর দেবলীনার ভালোবাসাটাও কি পুরনো হয়ে গিয়েছে। এখনও বিচ্ছেদ হয়নি তাঁদের। তবে তথাগতর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর ‘ভটভটি’ নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের।