বাংলা নিউজ > বায়োস্কোপ > Debolina Dutta: টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা

Debolina Dutta: টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা

টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা

Debolina Dutta: ‘ওই নির্যাতিতা তরুণী চিকিৎসক বিচার না পায় তাহলে সমাজে ও কর্মজীবনে এরকম সন্দীপ ঘোষরা আনন্দে ধেই ধেই করে নাচবে…’, মনে করেন দেবলীনা দত্ত। 

স্পষ্ট কথা বলতে পিছপা হন না দেবলীনা দত্ত। আর জি কর ইস্যুত প্রথমদিন থেকে চিকিৎসকদের পাশে দেবলীনা। রবিবার রাতেও স্বাস্থ্যভবনের সামনে পৌঁছেছিলেন বৃষ্টি মাথায় নিয়েই। আরজি কর আবহেই টলিউডে যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছে। কাঠগড়ায় দেবলীনার তুতো দাদা অরিন্দম শীল। 

স্বাস্থ্য ভবনের সামনের ধরনা মঞ্চে মা-কে নিয়ে পৌঁছেছিলেন দেবলীনা। সারা রাত আন্দোলনকারীদের সঙ্গে বসে গলা মিলিয়েছেন। প্রতিবাদে সোচ্চার হয়েছেন। দেবলীনার কথায় টলিপাড়ায় সন্দীপ ঘোষের মতো মানুষের অভাব নেই। সেই অপরাধীরা খুল্লমখুল্লা ঘুরে বেড়াচ্ছেন। 

দেবলীনা দত্ত জানান, গত ৯ই অগস্টের সেই ঘটনার কথা ভেবেই শিউরে উঠছেন তিনি। বাড়িতে রাতে ঘুমোতে পারছেন না তিনি ও তাঁর মা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বৃষ্টিতে ভিজে রাস্তায় বসে আছে, তাই বাড়ি বসে থাকতে পারছেন তাঁরাও। ছুটে এসেছেন ছোট ছোট ভাইবোনগুলোর পাশে দাঁড়াতে। 

দেবলীনার কথায়, সন্দীপ ঘোষের মতো এমন অপরাধী সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। দেবলীনার কথায়, যদি আরজি করের ওই নির্যাতিতা তরুণী চিকিৎসক বিচার না পায় তাহলে সমাজে ও কর্মজীবনে এরকম সন্দীপ ঘোষরা আনন্দে ধেই ধেই করে নাচবে। তাই বিচার না মেলা পর্যন্ত প্রতিবাদের রাস্তা থেকে সরতে না-রাজ দেবলীনা। 

স্বস্তিকা মুখোপাধ্য়ায়ও ফের একবার রাত জাগলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। বিচারের জন্যই এই আন্দোলন, এই প্রতিবাদ। আরজি কর নিয়ে প্রতিবাদ জানানোয় কম কটাক্ষ হজম করতে হয়নি স্বস্তিকাকে। এমনকি 'উৎসবে ফিরছি না' বলায় টেক্কা বয়কটের ডাক দিয়েছেন তৃণমূল সমর্থকরা। সেই নিয়েও চিন্তিত নন স্বস্তিকা। 

সোমবার, সপ্তম দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। আজ ফের মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠিয়েছেন জুনিয়র ডাক্তারের। মঙ্গলে সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে, তার আগে অন্তিম বার আলোচনায় বসার ডাক। মুখ্যমন্ত্রীর চিঠির এখনও কোনও জবাব দেননি জুনিয়র ডাক্তাররা। চলছে জিবি মিটিং। 

ওদিকে দুর্নীতির পর এবার ধর্ষণ-খুন মামলাতেও সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে। সিবিআইয়ের জালে টালা থানার ওসিও। আরজি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে বলেই শিয়ালদা আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.