গত রবিবারের কার্নিভাল নিয়ে উত্তাল এখন সোশ্যাল মিডিয়া। কারণ শনিবার গভীর রাতের বৃষ্টিতে নর্থ বেঙ্গলে একাধিক জায়গায় নামে ধস। নদীতে আসা হড়পা বাণের কারণে ভেঙে পড়ে বাড়ি। ভেসে গিয়েছে চা বাগান। প্রাণহানির সংখ্যা ২৯। এখনও বহু মানুষ নিখোঁজ। তবে এই অবস্থার মাঝেও দক্ষিণবঙ্গে আয়োজন করা হয়েছিল কার্নিভালের। আর সেই কার্নিভালে সামিল হয়েছিলেন টলিউডের একাধিক তারকা, যাতে ছিলেন যিশু সেনগুপ্ত থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে দেব, অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, তৃণা সাহা-রা।
এর আগে শ্রীলেখা মিত্র এই কার্নিভালের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়াতে। এবার দেবলীনা দত্তকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তাঁর গলাতেও কটাক্ষের সুর। দেবলীনাকে বলতে শোনা গেল, ‘আমরা গতবছরই যে সময়ে কার্নিভাল দেখেছিলাম, সেই অনুপাতে এবারেরটা নস্যি! যদি গত বছরই হয়ে থাকে, এটা কি আশা করা যায়, এই বছর হবে না, নর্থ বেঙ্গলের জন্য। তোমরা কি বল?’
প্রসঙ্গত, গত বছর অগস্ট মাসে আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের অভিযোগে উত্তাল হয় গোটা রাজ্য। নাম জড়ায় শাসক দলের। পুজো বয়কটের ডাক দিয়েছিলেন বহু তারকা। এমনকী, জুনিয়র ডাক্তাররা পুজোর সময় ধর্নাতেও বসেন বিরোধিতায়। তবে সেইসব উপেক্ষা করেই ধুমধাম করে আয়োজন হয়েছিল কার্নিভালের।
এদিকে, কার্নিভালের পর ট্রোল বাড়তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন ঘোষণা টলিউডের তারকাদের। মমতা সরকারের হাতে বন্যাত্রাণ তুলে দিতে উদ্যোগ নিয়েছেন দেব-প্রসেনজিৎরা। অবশ্য তাতে মানুষের মনে জন্মানো ক্ষোভ যে পুরোপুরি কমেছে তা বলা যায় না!