গত ১০ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন দেবলীনা নন্দী। টলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। তাঁর বহু গানই সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। তবে বিয়ের দিন নিজের বিয়ের ব্লগ বানিয়ে সেটা পোস্ট করতেই তাঁকে কটাক্ষের শিকার হতে হয়। তবে সেসবকে পাত্তা না দিয়ে নতুন জীবন যে নিজের 'সুরে'ই সাজাচ্ছেন সেটা বউভাতে বুঝিয়ে দিলেন গায়িকা।
আরও পড়ুন: 'বসের বস' রজনীকান্তের জন্মদিনে শ্রদ্ধা শাহরুখের! শুভেচ্ছা জানিয়ে লিখলেন, 'জানি আপনাকে সবাই...'
দেবলীনা নন্দীর রিসেপশন
বউভাতের অনুষ্ঠানে দেবলীনা নন্দীকে নীল ভেলভেলেটের উপর সিলভার জরির ভরাট কাজের শাড়ি পরে থাকতে দেখা গেল। সঙ্গে পরেছিলেন ম্যাচিং ফ্লু স্লিভ ব্লাউজ। মাথায় ছিল নীল রঙের ওড়না। হালকা মেকআপ আর গা ভর্তি সোনার গয়নায় সেজে উঠেছিলেন তিনি।
বিয়ের মতোই বউভাতেও এদিন দেবলীনা নন্দীকে বরের জন্য গান গাইতে দেখা যায়। তিনি এদিন প্রবাহের জন্য গান জব কই বাত বিগড় জায়ে গানটি। পাশে দাঁড়িয়ে থাকেন গায়িকার বেটার হাফ।
এদিন দেবলীনার বউভাতের এই ঝলক পোস্ট করেন তাঁর বন্ধু তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুন্ডু। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'রিসেপশন লুকে কী সুন্দর লাগছে দেবলীনাকে। আর গানটা কেমন লাগল বলুন?' অনেকেই সুকান্তর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'অসাধারণ লাগল, এই গানটা আমার খুব পছন্দের গান।' আরেকজন লেখেন, 'সব মিলিয়ে অসাধারণ।' কেউ আবার লেখেন, 'নতুন জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।'
দেবলীনা নন্দীর বিয়ে
এই বিষয়ে জানিয়ে রাখি, দেবলীনা নন্দীর বেটার হাফ প্রবাহ পেশায় পাইলট। তিনি এয়ার ইন্ডিয়ার কর্মী। দেবলীনার বিয়েতে টলিউডের একাধিক জনপ্রিয় মুখকে দেখা গিয়েছিল। এসেছিলেন অনন্যা গুহ, সুকান্ত কুন্ডু, অলকানন্দা গুহ, সায়ক চক্রবর্তীরা।