কদিন আগেই ছিল রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে ইউভানের ৪ বছরের জন্মদিন। পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বেশ ধুমধাম করে তা উদযাপন করতে দেখা যায় এই টলিউড দম্পতিকে। পরিবারের মিষ্টি রসায়ন ফুটে উঠল, শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের শেয়ার করা ভিডিয়োতে।
‘আমার পরিবার’ লিখে ভিডিয়ো শেয়ার করলেন দেবশ্রী। যা বানানো হয়েছে নানা ছবির কোলাজ দিয়ে। প্রথম ছবিতেই রয়েছেন তিনি ও বোন শুভশ্রী। পরের ছবিটিতে সেলফি নিয়ে দেখা গেল শুভশ্রীকে। একপাশে মা ও একপাশে দিদি। পরের ছবিতে দেবশ্রীর মা ও বোন, অর্থাৎ মায়ের সঙ্গে শুভশ্রী। মেয়ের কাঁধে মাথা রেখেছেন মা। এখানেই শেষ নয়, একটি গ্রুপ ফোটোও রয়েছে ভিডিয়োটিতে। যেখানে রাজের মা ও শুভশ্রীর বাবা বসে আছেন পাশাপাশি। পিছনে মা, দিদি দেবশ্রী আর রাজের সঙ্গে শুভশ্রী। অভিনেত্রীর মা একটু ঝুঁকে ধরে রয়েছে বেয়ানের হাত।
শুভশ্রীকে বিয়ের পর একাধিক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছে যে, নিজের মেয়ের মতোই তাঁকে আগলে রাখেন রাজের মা। এমনকী, তিনি চান না তাঁর অভিনেত্রী বউমা রান্নাঘরে প্রবেশ করুক। ঠিক যতটা রাজের কদর, ততটাই শুভশ্রীর। শাশুড়ি-বউমার ইকুয়েশনও মুগ্ধ করে সকলকে।
আরও পড়ুন: ব্রা-শর্টসে নুসরত, ছেলের মা এ কী পরেছে, হলেন ট্রোল! জানেন কোন বয়সে সন্তানের মা হন টলি-নায়িকা?
করোনা আক্রান্ত হয়ে ইউভানের জন্মের কিছু মাস আগেই মারা যান রাজের বাবা। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকেন অভিনেত্রী। যে কোনো অনুষ্ঠান গোটা পরিবারেরসঙ্গে কাটান। রাজের দিদি (শুভশ্রীর ননদ) ও তাঁর পরিবারকেও আগলে রাখেন একইভাবে।
কাজের সূত্রে, শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে বাবলিতে। যা পরিচালনা করেন রাজ। যদিও আরজি কর আবহে মুক্তি পাওয়ায় সেভাবে ব্যবসা করতে পারেনি এই সিনেমা। এরপর রাজের পরিচালনায় ও এসভিএফের প্রযোজনায়, ও দেবালয় ভট্টাচার্যের ছবিতে দেখা যাওয়ার কথা রয়েছে ইউভান-ইয়ালিনির মাম্মাকে। সঙ্গে নিজের প্রযোজনা সংস্থার কাজও চালিয়ে যাচ্ছেন।