বাংলা নিউজ > বায়োস্কোপ > Dedh Bigha Zameen: ফের পর্দায় চমক দেখাবেন প্রতীক গান্ধী, শেয়ার করলেন প্রথম ঝলক

Dedh Bigha Zameen: ফের পর্দায় চমক দেখাবেন প্রতীক গান্ধী, শেয়ার করলেন প্রথম ঝলক

প্রতীক গান্ধী (ছবি ইনস্টাগ্রাম)

ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং শৈলেশ আর সিং এবং হনসল মেহেতার প্রযোজনায় প্রতীককে দেখা যাবে ‘দেড় বিঘা জমিন’এ।

অভিনেতা প্রতীক গান্ধীর আসন্ন ছবি ‘দেড় বিঘা জমিন’ (Dedh Bigha Zameen)। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে ছবির শ্যুটিং শুরু করেছেন প্রোডাকশন হাউস। ছবির প্রযোজনায় রয়েছে ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং শৈলেশ আর সিং। প্রতীকের এর আগের ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন হনসল মেহেতা। অভিনেতার ব্রেকআউট সিরিজ স্ক্যাম ১৯৯২ -এর পরিচালনা করেছিলেন তিনি। এটিতে প্রযোজনার দায়িত্বে রয়েছেন হনসল।

উত্তরপ্রদেশের এক ছোট পরিবারের গল্পকে ঘিরে এই ছবি। এক পারিবারিক ড্রামা যেখানে জমি ফিরে পেতে ‘একজন সাধারণ মানুষের মর্যাদাপূর্ণ সংগ্রাম’। ছবির পরিচালনা করছেন পুলকিত। রাজকুমার রাও অভিনীত সিরিজ ‘বোস: ডেড অর অ্যালাইভ’এর পরিচালক ছিলেন তিনি। ভূষণ কুমারের টি-সিরিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছবির ফার্স্ট লুক ইতিমধ্যে শেয়ার করা হয়েছে।

প্রতীক ইনস্টাগ্রামে ছবির প্রথম ঝলক শেয়ার করেছেন। বছর ৪১-এর অভিনেতা লিখেছেন, ‘নতুন গল্প, নতুন চরিত্র এবং নতুন সূচনা’।

‘দেড় বিঘা জমিন’এ আরও অভিনয় করেছেন খুশালী কুমার, যিনি সম্প্রতি তাঁর প্রথম ছবি, সাইকোলজিক্যাল থ্রিলারের শুটিং শেষ করেছেন। ছবিতে আর মাধবন এবং অপারশক্তি খুরানার পাশাপাশি অভিনয় করেছেন তিনি। 

 

 

বন্ধ করুন
Live Score