মঙ্গলবার রাতে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন ও রণবীর সিংয়ের পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। হবু মা আউটিংয়ের জন্য একটি অল-ব্ল্যাক লুক বেছে নেন।
পরিবারের সঙ্গে ডিনার ডেটে রণবীর
মুম্বইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দীপিকা পাড়ুকোনের ছবি তুলেছেন পাপারাৎজিরা। সঙ্গে ছিলেন হবু ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। এছাড়াও দেখা যায় তাঁর স্বামী রণবীর সিংয়ের বাবা, মা ও বোনকে। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন নিজে লক্ষ্যকে কোচিং করিয়েছেন। ক্লিপটিতে গর্ভবতী দীপিকাকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা যায় এবং পাপারাজ্জিদের শুভেচ্ছা জানাতে দেখা যায়।
আরও জড়ুন: আরজি কর নিয়ে মমতাকে সমর্থন তসলিমা নাসরিনের? লেখিকার সাফ কথা, ‘তিনি আমার বড় অর্থনৈতিক…’
দীপিকা পাড়ুকোনের পোশাক
কালো রঙের মিডি পোশাক পরেছিলেন দীপিকা। সঙ্গে একই রঙের ব্লেজার। বেবি বাম্পের জন্য যা ছিল বেশ আরামদায়ক। ব্লেজারটিতে ল্যাপেল কলার। ফুল হাতা। অভিনেতা সাদা স্নিকার্স, একটি ঘড়ি, আংটি, সোনার হুপস এবং একটি কালো কাঁধের ব্যাগ দিয়ে অল-ব্ল্যাক লুকটি অ্যাকসেসরাইজ করেছিলেন। তিনি তার লম্বা, ঢেউখেলানো চুলগুলি খোলাই রেখেছিলেন। মেকআপের জন্য স্মোকি আইশ্যাডো, রুজ, , গাঢ় ভ্রু, বাদামী লিপস্টিক পরেন।
আরও পড়ুন: বউয়ের ৩ বার গর্ভপাত করান! ‘মদ্যপ’ হয়ে গাড়ি চালানো সম্রাট কী যুক্তি দেন তা নিয়ে
আরও পড়ুন: বেন অ্যাফ্লেকের সঙ্গে ডিভোর্সের ঘোষণা জেনিফার লোপেজের, কার কত নম্বর বিয়ে ছিল এটা
কাজের সূত্রে, দীপিকাকে সর্বশেষ দেখা গিয়েছিল নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এডি-তে, যেখানে অভিনয় করেছিলেন প্রভাস, কমল হাসান, অমিতাভ বচ্চন, দিশা পাটানি এবং অন্যান্যরা। বর্তমানে তিনি এবং রণবীর সিংয তাঁদের প্রথম সন্তানের সঙ্গে গর্ভবতী। গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এই দম্পতি। পোস্টটিতে লেখা ছিল, ‘সেপ্টেম্বর ২০২৪’। অর্থাৎ আগামী মাসেই আসবে ছোট্ট এক পুতুল।
তারপর প্রেগন্যান্সি নিয়ে খুব ট্রোলের মুখে পড়তে হয় হবু মা-কে। বিশেষ করে, বেবি বাম্প না দেখা যাওয়ায় ও ওজন না বাড়ার কারণে। এমনকী, কেউ কেউ তো বলতে থাকেন, সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন তাঁরা। এখানেই শেষ নয়, কেউ কেউ তো দীপিকার বেবিবাম্পকেও ফেক বলতে ছাড়েননি। তবে এসব ট্রোলে কখনোই কোনও প্রতিক্রিয়া দেন না ‘পদ্মাবত’ নায়িকা। এবারেও দেননি।
২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন রণবীর ও দীপিকা। ইতালির লেক কোমোতে এই দম্পতির একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান ছিল। তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার বিয়েতে অংশ নিয়েছিল। তিন বছর ধরে গোপনে তাদের বাগদান হয়।