মা-বাবা হলে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রবিবার প্রথম সন্তানের জন্ম দিলেন দম্পতি। দীপবীরের কোল আলো করে এল একটি ফুটফুটে রাজকন্যা। আর এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে রীতিমতো ডগমগ তাঁর ভক্তরা। শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়াতে।
৭ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রীকে তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল। শনিবার হাসপাতালে যাওয়ার পথে তাঁর বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
তাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর দুই দিন আগে, দীপিকা এবং রণবীর শহরের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। দম্পতির সঙ্গে ছিল তাদের পরিবারের উভয় পক্ষের সদস্যরা। পরিবারের নতুন সদস্যের সুস্বাস্থ্যের জন্য বাপ্পার কাছে প্রার্তণা করেছিলেন তাঁরা সপরিবারে।
(আরও পড়ুন: ভাইয়ের জন্য জীবন বাজি রাখতে রাজি আলিয়া! জিগরা-তে অ্যাকশন মুডে নায়িকা, দেখুন)
২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। এটি ছিল রণবীর এবং দীপিকা উভয়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে জন্য একটি দ্বৈত অনুষ্ঠান। তাঁদের প্রথমে একটি দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে হয়েছিল, তারপরে একটি আনন্দ কার্য অনুষ্ঠান হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে গর্ভবতী হওয়ার ঘোষণা করেছিলেন এই জুটি।
(আরও পড়ুন: গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে)
কেরিয়ারের নিরিখেও এই মুহূর্তে বেশ ভালো জায়গায় রয়েছেন দীপিকা এবং রণবীর। ২০২৩ সালে দীপিকার দু’টি ছবি মুক্তি পেয়েছিল। ‘জওয়ান’ এবং ‘পাঠান’। দু’টিই সুপারহিট। এর পরে চলতি বছরে মুক্তি পেয়েছে দীপিকার আরও দু’টি ছবি। ‘ফাইটার’ এবং ‘কল্কি’। দ্বিতীয় ছবিটি বক্সঅফিসে বিপুল সাফল্য পেয়েছে। মুক্তির অপেক্ষায় দীপিকার আরও একটি ছবি। ‘সিংহম এগেন’।
(আরও পড়ুন: সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস…)
অন্যদিকে, রণবীর সিং সম্প্রতি তেমন ভাবে কোনও কাজ না করলেও বক্সঅফিসে তাঁর শেষ ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সুপারহিট হয়েছিল। তার পরে এখনও পর্যন্ত তাঁর আর কোনও ছবি মুক্তি পায়নি। তবে মুক্তির পথে ‘সিংহম এগেন’। আগামী বছরে মুক্তি পাবে ‘ধুরন্ধর’।
তবে ছবির কাজ নিয়ে আপাতত বিশেষ প্রচার আলোয় নেই এই দম্পতি। বরং এখন তাঁরা তাঁদের সন্তানের আসার অপেক্ষাতেই ছিলেন। অবশেষে সেই অপেক্ষা পূরণ হল।