মেয়ে দুয়ার জন্মের পর প্রথমবারের মতো একসঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দুজনকে তাঁদের মেয়ে দুয়ার সঙ্গে কালিনার বেসরকারি বিমানবন্দর টার্মিনালে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেয়ে দুয়াকে বুকে জড়িয়ে ধরে রয়েছেন দীপিকা।
৮ সেপ্টেম্বর এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন দম্পতি। শুক্রবার সকালে মুম্বাই বিমানবন্দরে মা-মেয়ে জুটির ছবি তোলা হয়েছে। এই বছরের দীপাবলিতে, দীপিকা এবং রণবীর তাদের মেয়ের প্রথম ছবি শেয়ার করেছেন এবং তার নাম প্রকাশ করেছেন। তখনই জানা যায়, রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। মেয়ের পায়ের ছবি শেয়ার করে তাঁরা লিখেছিলেন, ‘দুয়া: একটি প্রার্থনার অর্থ। কারণ তিনি আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ। দীপিকা এবং রণবীর’।
আরও পড়ুন: কুণালের প্রশংসা, অরিত্র কি যোগ দেবে তৃণমূলে? জবাব এল, ‘ভোটের টিকিটের জন্য আমায়…’
তবে এয়ারপোর্টে মা-বাবার সঙ্গে দুয়া আছে বোঝা গেলেও, খুদের মুখ স্পষ্ট নয়। দেখা যায়, সবরকমভাবে তা ঢেকে রাখার চেষ্টা করছেন দীপিকা। আগেই এক ঘনিষ্ঠ জানিয়ে রেখেছিল, বিরাট-অনুষ্কার পথে হেঁটেই নিজের মেয়েকে সকলের সামনে আনবেন না দীপিকা-রণবীরও।
আরও পড়ুন: পাঁজরের চোট কতটা গুরুতর, বন্ধ কি শ্যুট? নিজে টুইট করে ভক্তদের জানিয়ে দিলেন সুনীল
গোলাপি রঙের হুডি ছিল রণবীরের গায়ে। দীপিকা ছিলেন ক্যাজুয়াল পোশাকে। চুল ছাড়া। বেবি কেরিয়ারের মধ্যে করে নিয়ে যান তাঁরা মেয়েকে। সবাইকে অবাক করে, দম্পতিকে দেখা গেল কোনো ন্যানি ছাড়াই। যা সাধারণত তারকাদের ক্ষেত্রে হয় না বললেই চলে।
আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের জল্পনা! পনির লাবাবদার-রুটি খাওয়াতে কাকে বাড়িতে ডাকলেন অমিতাভ বচ্চন?
কাজের সূত্রে, পাঠান, জওয়ান, ফাইটার, কল্কি ২৮৯৮ এডি এবং সিংঘম এগেইন সহ সাম্প্রতিক বেশ কিছু বড় ব্যানারের সিনেমার কাজ নিয়ে বিগত কয়েকবছর ব্যস্ত ছিলেন দীপিকা। আর রণবীর সিং এখন আদিত্য ধরের আসন্ন স্পাই থ্রিলারে কাজ করছেন। যেটিতে সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, এবং অক্ষয় খান্না-বেশ বড় একটি কাস্ট রয়েছে।
২০১8 সালে বিয়ের পিঁড়িতে বসেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। ৩৮ বছর বয়সে মা হওয়া অভিনেত্রী আজকাল প্রায়ই সোশ্যালে নানান মজার মজার মিম শেয়ার করে থাকেন মাতৃত্ব ও সদ্যোজাত সন্তান নিয়ে।