চলতি মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০১৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। আর এবার সংসারে আসছে নতুন সদস্য। বর্তমানে প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিকে রয়েছেন অভিনেত্রী। তাই বেড়েছে সাবধনতা। এমনকী, রণবীরও ডন ৩-র কাজ ফেলে রেখে মুম্বইতে চলে এসেছেন। যাতে শেষ মাসটা বউকে আগলে রাখতে পারেন।
দেখা দিলেন হবু মা দীপিকা:
শুক্রবার হবু মা-বাবার দেখা মিলল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। ভাইরাল ভায়ানির একটি সাম্প্রতিক পোস্ট অনুসারে , দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং তাদের অনাগত সন্তানের জন্য আশীর্বাদ পেতে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন।
আরও পড়ুন: ‘বিছানায় শোয়া আমার ওপর টর্চ ধরে রেখেছিল আর্মি…’! অত্যাচারের বিবরণ দিলেন তসলিমা
সবুজ রঙের শাড়িতে দেখা গেল দীপিকাকে। বেবি বাম্প স্পষ্ট ফুটে উঠেছে শাড়ির নীচ থেকেও। পাশে ক্রিম কালারের পাঞ্জাবিতে দেখা গেল রণবীরকে। চুলে ঝুঁটি বাঁধা, চোখে কালো সানগ্লাস। দীপিকা চুল খোঁপা করে রেখেছিলেন। সাজ ছিল একদম মিনিমাল।
আরও পড়ুন: ‘তখন আমি ১০, পরিবারের এক সদস্য আচমকা স্তন স্পর্শ করে…’, আরজি করের ঘটনার পর সরব ইউটিউবার ঝিলম
পাপারাৎজিদের ক্যামেরায় যখন তাঁরা ধরা পড়েন, তখন দুজনে মন্দিরের দিকেই এগোচ্ছিলেন। তাই খালি পায়ে দেখা গেল তারকা জুটিকে। খুব সাবধানে ধীরে পা ফেলছিলেন দীপিকা। দেখুন-
নেটিজেনদের প্রতিক্রিয়া:
এদিকে, দীপিকার এই ভিডিয়ো নিয়েও মিশ্র প্রতিক্রিয়া নেটমাধ্যমে। একজন লিখলেন, ‘ছেলে হবে। দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে’। দ্বিতীয়জন লেখেন, ‘আমার এখনো মনে হচ্ছে বেবি বাম্প ভুয়ো। একটুও বদলাল না, শুধু বেবি বাম্প হল, এরকম জন্মে দেখিনি।’ তৃতীয়জন লিখলেন, ‘শুনলাম রণবীর কাপুরের জন্মের দিনই নাকি বাচ্চা হবে দীপিকার! একথা সত্যি?’
চতুর্থজন আবার লিখলেন, ‘এদের জন্য আলাদা করে ভিআইপি এন্ট্রি। আর আমি গতকাল ৪ ঘণ্টা ধরে লাইন দিয়ে দর্শন পেয়েছি। মন্দিরে অন্তত সবার জন্য এক নিয়ম হওয়া দরকার।’ অন্যজন লিখলেন, ‘বেচারা নিশ্চয়ই বেশ অসুস্থ। চুলের কী বাজে হাল করে এসেছে।’
চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি দীপিকা আর রণবীর ঘোষণা করেছিলেন যে, তাঁরা সন্তানের মা-বাবা হতে চলেছেন। সেইসময়ই ঘোষণা করেন সেপ্টেম্বরে কোলে আসবে সন্তান।