বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukone: দীপিকার জীবনে একাধিক পুরুষ সঙ্গ! নীরবতা ভেঙে রণবীর ঘরণী বললেন, ‘ভয় পাই না’

Deepika Padukone: দীপিকার জীবনে একাধিক পুরুষ সঙ্গ! নীরবতা ভেঙে রণবীর ঘরণী বললেন, ‘ভয় পাই না’

মুখ খুললেন দীপিকা  (AFP)

Deepika Padukone: ‘সত্য়ি বলতে ভয় পাই না’, রণবীরের সঙ্গে শুরুতে ‘ওপেন রিলেশনশিপে ছিলাম'। নিজের মন্তব্য নিয়ে আফসোস নেই দীপিকার। 

কেরিয়ারের শুরু থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই! রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেম, ব্রেক-আপ একটা সময় ছিল মিডিয়ার মুখরোচক খবর। পরবর্তীতে একাধিক তারকা ক্রিকেটারর সঙ্গে নাম জড়িয়েছে দীপিকা পাড়ুকোনের। শোনা গিয়েছিল সেইসময়ের বিজনেস টাইকুন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মাল্যকেও ডেট করেছেন দীপিকা। অবশেষে রণবীরে (সিং) থিতু হন নায়িকা।

কফি উইথ করণের নতুন সিজনের প্রথম এপিসোডেই অতিথি হিসাবে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা। সেখানেই ব্যক্তিগত জীবনের কিছু গোপন কথা ফাঁস করেন ‘পাঠান’ তারকা। নায়িকা জানিয়েছিলেন রণবীরকে (সিং) ডেট করার সময়ও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করতেন তিনি। শুরুতে তাঁদের সম্পর্কে কমিটমেন্ট ছিল না। সেই মন্তব্য নিয়ে নীতি পুলিশদের রোষের মুখে পড়েন দীপিকা। এই বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন দীপিকা।

অভিনেত্রী জানান, ‘কোনও কিছুকে যদি আমি বিশ্বাস করে বলে থাকি, তবে (সেই নিয়ে) দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এমনই মানুষই তৈরি হয়েছি এতগুলো বছরে। এবং আমি সত্যি বলতে ভয় পাই না। নিজের ভুল স্বীকার করতেও ভয় পাই না। আমি ক্ষমা চাইতেও ভয় পাই না। আমার যদি কোনও বিষয়ে ভিন্ন মতামত থেকে থাকে, তা হলে সেটা বলতে পিছপা হই না।’

২০১৫ সালে মলদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তার আগে পর্যন্ত নাকি ওপেন রিলেশনশিপে ছিলেন দুজনে। দীপিকাকে করণকে সরাসরি বলেন, ‘আমার অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে অ্যাটাচড হতে চাইনি তখন। কমিটেড হতে চাইনি। আবার জীবনের পুরো মজা উপভোগ করতে চেয়েছিলাম কারণ সেটারই বয়স ছিল। তারপরই ওর সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মানে যতদিন না ও প্রপোজ করেছে ততদিন কমিটেড ছিলাম না।’

তাঁর আরও সংযোজন, ‘আমরা তখন অন্য অনেকের সঙ্গে দেখা করতাম। করেছি। কিন্তু আবার একে অন্যের কাছে ফিরে আসতাম। অন্য কারও দেখা করে, কথা বলে সেই মানসিক শান্তি পেতাম না যা ওর থেকে পেতাম। তাই আমি মানসিক ভাবে ওর প্রতিই কমিটেড ছিলাম সে যতই অন্য কারও সঙ্গে দেখা করি বা কথা বলি না কেন।’

আগামিতে হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে দীপিকাকে দেখা যাবে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এরপর রোহিত শেট্টির কপ ইউনিভার্স ‘সিংহম এগেইন’-এ এন্ট্রি নেবেন নায়িকা। শক্তি শেট্টি হিসেবে খাকি উর্দিতে দীপিকার ফার্স্ট লুক আগেই সাড়া ফেলেছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

দো পাত্তি: 'লেডি সিংঘম’ কাজল, ডবল রোলে কৃতি; শাহিরকে নিয়ে টানাটানি দুই যমজ বোনের 'যখন রতন টাটা বলেছিলেন এক লাখ টাকার ন্যানো বানাবো তখন, নীরবতা ভাঙলেন নীরা রাদিয়া ব্যাটার নাকি বোলার! ক্রিকেটে কাদের ভূমিকা বেশি? যুক্তি দিয়ে বোঝালেন গম্ভীর নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, তনিমা সেন বললেন… মঙ্গলে শক্তি বাড়বে নিম্নচাপের, বৃষ্টি চলবে বাংলা, প্রবল বর্ষণ ও ঝড় হবে কোথায়? মহাকাশেই ভিন্ন হবে উপগ্রহের যন্ত্রাংশ, জোড়াও লাগবে মহাশূন্যে, প্রস্তুত ইসরো ‘ভয় পাচ্ছেন মমতা…’ কার্নিভাল বয়কট বিজেপির, জামিন পেয়ে যেত সঞ্জয়, দাবি শুভেন্দুর কোজাগরী লক্ষ্মীপুজোর ফর্দে এই সামগ্রীগুলি ভুলে যাচ্ছেন না তো! চোখ রাখুন তালিকায় আপনাদেরও DA বাড়ছে! ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ঢুকবে টাকা? Ranji Trophy: উত্তর প্রদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলেও বাংলার ঝুলিতে ৩ পয়েন্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.