বাংলা নিউজ > বায়োস্কোপ > Naatu Naatu wins Oscars 2023: 'নাটু নাটু'র অস্কার জয়, কিরাবানির কথায় অস্কার অনুষ্ঠানেই কেঁদে ফেললেন দীপিকা…

Naatu Naatu wins Oscars 2023: 'নাটু নাটু'র অস্কার জয়, কিরাবানির কথায় অস্কার অনুষ্ঠানেই কেঁদে ফেললেন দীপিকা…

অস্কার ২০২৩, 'নাটু নাটু'র জয়ে কেঁদে ফেললেন দীপিকা

অস্কারের মঞ্চে দাঁড়িয়েই নিজের কথা ও মনের ইচ্ছার উপর সুর বসিয়ে গান গেয়ে ওঠেন কিরবানি। গানের মাধ্যমে বললেন, ‘মনে একটাই ইচ্ছা ছিল। রাজামৌলির এবং আমার পরিবারেরও একই ইচ্ছে ছিল। আরআরআরকে জিততে হবে, প্রত্যেক ভারতীয়র গর্ব। এবং আমাকে অবশ্যই বিশ্বের শীর্ষে রাখতে হবে।’ 

অস্কারের মঞ্চে 'নাটু নাটু'। এটা সকল ভারতীয়র কাছে একই সঙ্গে গর্বের এবং আবেগের। এদিন পুরস্কার ঘোষণার সময় আবেগ ধরে রাখতে পারলেন না দীপিকা পাডুকোনও। 'নাটু নাটু'র জন্য তখন পুরস্কার নিতে অস্কার অ্যাওয়ার্ডের মঞ্চে উঠেছিলেন সঙ্গীত পরিচালক ও গীতিকার। বক্তব্য রাখার সময় সঙ্গীত পরিচালক এম এম কিরাবানি বলেন, ‘ধন্যবাদ অ্যাকাডেমি। ছোট থেকে কার্পেন্টার্সের (মার্কিন গানের ব্যান্ড) গান শুনে বড় হয়েছি, আর এখন অস্কার হাতে দাঁড়িয়ে’। এদিন সেরা অরিজিনাল গান হিসাবে অস্কার জিতে নিয়েছে চন্দ্রবোস ও কিরাবানির তৈরি 'নাটু নাটু'।

এখানেই শেষ নয়, এদিন অস্কারের মঞ্চে দাঁড়িয়েই নিজের কথা ও মনের ইচ্ছার উপর সুর বসিয়ে গান গেয়ে ওঠেন কিরবানি। গানের মাধ্যমে বললেন, ‘মনে একটাই ইচ্ছা ছিল। রাজামৌলির এবং আমার পরিবারেরও একই ইচ্ছে ছিল। আরআরআরকে জিততে হবে, প্রত্যেক ভারতীয়র গর্ব। এবং আমাকে অবশ্যই বিশ্বের শীর্ষে রাখতে হবে।’। কিরাবানি যখন 'নাটু নাটু'র সাফল্যের গান গাইছেন, তখন দর্শকাসনে বসা দীপিকা পাড়ুকোনের চোখে ছিল জল। এদিন অবশ্য শুধু সঙ্গীত পরিচালক এমএম কিরাবানি নন, তাঁর পাশে ছিলেন গীতিকার চন্দ্রবোস, তিনিও অস্কার অ্যাওয়ার্ড হাতে তুলে নেন। 'নাটু নাটু' গানটির কথা যে তাঁর হাতেই তৈরি। তিনি অবশ্য চুপচাপই ছিলেন।

এদিন অস্কারের মঞ্চে RRR-এর নাম উচ্চারণ হতেই, দর্শকাসনে উপস্থিত ছবির গোটা টিমের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উচ্ছ্বাসে ফেটে পড়েন ছবির কলাকুশলীরা।

'নাটু নাটু' গানটি ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গান হিসাবে পুরস্কার জিতে নিয়েছে। এটি শুধু ভারতীয় সিনেমার ইতিহাসেই নয়, গোটা এশিয়ার ছবির দুনিয়াতে ইতিহাস তৈরি করল। এর আগে ২০০৯ সালে এই একই বিভাগে অস্কার জিতেছিল ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর 'জয় হে' গানটি। সেই হিসেবে যা ‘সেরা মৌলিক গান’ বিভাগে দ্বিতীয় ভারতীয় গান হিসাবে এটি অস্কার জিতে নিয়েছে।

প্রসঙ্গত, রাজামৌলি পরিচালিত RRR ছবিটি গোটা বিশ্বের দরবারেই সমাদৃত হয়েছে। প্রথম থেকেই চর্চায় উঠে এসেছিল ছবির 'নাটু নাটু' গান। এর আগে 'গোল্ডেন গ্লোব'-এ সেরা গানের পুরস্কার জিতেছে এই গান।

বায়োস্কোপ খবর

Latest News

মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের আগে অলিম্পিক্সে পৌঁছে দেখান…, ট্রোলের মুখে নেটিজেনদের এক হাত নিলেন সাইনা বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL বয়স পেরিয়েছে ৫০, রাত দেড়টা পর্যন্ত অটো চালিয়ে সংসার সামলাচ্ছেন প্রৌঢ়া পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.