স্বামী-অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে প্রথম সন্তানকে জানানোর এক সপ্তাহ পর, রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দীপিকা পাড়ুকোন। বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবিতে মুম্বাইয়ের রাস্তায় অভিনেত্রীর গাড়ি দেখতে পাওয়া গিয়েছে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন দীপিকা
স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অবশ্য সেই গাড়ির ভিতরে রণবীর বা দীপিকাকে দেখা যায়নি। তবে অভিনেত্রীর বডিগার্ড জালালকে হাসপাতালের সামনের ট্রাফিক পরিষ্কার করতে দেখা যায়। গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। এই দম্পতি একটি হৃদয়গ্রাহী ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছেন। সম্প্রতি, দীপিকা তাঁর ইনস্টাগ্রাম বায়োও আপডেট করেছেন, ‘ফিড.বার্প.স্লিপ.রিপিট’।
মেয়েকে স্বাগত জানানোর পর দীপিকা-রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন সেলেবরা
তাদের শিশু কন্যার আগমনের পরে, অনেক সেলিব্রিটি এবং ভক্তরা শুভেচ্ছা জানান দম্পতিকে। প্রিয়াঙ্কা চোপড়া হার্ট ইমোজির সঙ্গে ‘অভিনন্দন’ লিখেছিলেন। অনন্যা পান্ডে মন্তব্য করেছেন, ‘বেবি গার্ল’! সারা আলি খান তার আনন্দ প্রকাশ করে লেখেন, ‘রণবীর ও ডিপি… তোমাদের বাচ্চা মেয়েকে অভিনন্দন। তোমাদের সকলের জন্য শুধুই আনন্দ আর আনন্দ’।
বিপাশা বসু আশীর্বাদ করে লেখেন, ‘দুর্গা দুর্গা.. ছোট্ট ভালোবাসার জন্য আশীর্বাদ এবং আপনাকে, রণবীরকে ও পরিবারকে অনেক অনেক অভিনন্দন।’ রাজকুমার রাও এবং ক্যাটরিনা কাইফও তাদের উষ্ণ শুভেচ্ছা নিয়ে উদযাপনে যোগ দিয়েছিলেন।
দীপিকা ও রণবীর এর সম্পর্কে
সন্তানকে স্বাগত জানানোর আগের শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে গণেশের কাছে আশীর্বাদ নিতে দেখা যায় দীপিকা ও রণবীর সিংকে। এই বছরের ফেব্রুয়ারিতে তাঁদের গর্ভাবস্থার ঘোষণা দেওয়া এই দম্পতি একটি অত্যাশ্চর্য মাতৃত্বকালীন শ্যুট সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে তাদের আনন্দ ভাগ করে নিয়েছেন। দীর্ঘ ছয় বছর প্রেম করার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা।
তাদের প্রথম দেখা হয়েছিল সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক ড্রামা গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলার সেটে এবং পরে বাজিরাও মাস্তানি এবং পদ্মাবত ছবিতেও অভিনয় করেছিলেন একসঙ্গে।
দীপিকা-রণবীরের আসন্ন ছবি
দীপিকা ও রণবীরকে ২০২৪ সালের দিওয়ালি উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেতে চলা 'সিংহাম এগেইন'-এ দেখা যাবে। রোহিত শেট্টি পরিচালিত 'সিংঘম এগেইন' সিনেমায় আরও অভিনয় করেছেন অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। রণবীর সম্প্রতি সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালকে নিয়ে তাঁর নতুন প্রজেক্টের কথা ঘোষণা করেছেন। ফারহান আখতারের 'ডন থ্রি' ছবিতেও অভিনয় করবেন তিনি।