সোমবার কাকভোরে ভারতীয়দের পাখির চোখ ছিল অস্কারের আসরে। ‘RRR’ টিমের পাশাপাশি উপস্থাপক দীপিকা পাড়ুকোনকে ঘিরেও কম উন্মাদনা ছিল না। আর থাকবে নাই বা কেন? এখন ভারতের গ্লোবাল আইকন দীপিকা। গত বছর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্যা ছিলেন অভিনেত্রী, ফুটবল বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। সবমিলিয়ে দীপিকার পরিচিতি এখন আন্তর্জাতিক।
অস্কারের আসরে দীপিকা কেমন সাজবেন সেই নিয়ে সবার মধ্য়েই একটা উৎসুকতা কাজ করছিল। এদিন ডলবি থিয়েটারে পাতা শ্যাম্পেন রঙা কার্পেটে ‘ব্ল্যাক লেডি’ দীপিকা। পরনে লুই ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন। গয়না হিসাবে অভিনেত্রী এদিন বেছে নেন কার্টিয়ার সংস্থার হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। সঙ্গে ছিল হিরের ব্রেসলেট ও আংটি। মেকআপে সবচেয়ে চোখ টানে অভিনেত্রীর উইংড আইলাইনার। চুল বেঁধেছিলেন মেসি বানে, আশির দশকের লুকে থেক অনুপ্রাণিত দীপিকার এই সাজ। তবে সবকিছুকে ছাপিয়ে গেল দীপিকার নতুন ট্যাটু! হ্যাঁ এদিন দীপিকার ঘাড়ের কাছে জ্বলজ্বল করল 82E। একটা সময় দীপিকার ঘাড়ে দেখা মিলল ‘আরকে’ ট্যাটু। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর নাম শরীরে খোদাই করেছিলেন দীপিকা। সম্পর্ক ভাঙার বেশকিছু মাস পরেও বয়ে বেরিয়েছেন সেই ট্যাটু, পরে মুছে ফেলেন। এবার সেই জায়গায় এল ‘82E’। এদিন সকলের সবচেয়ে বেশি চোখ টানলো এই ট্যাটু। অনেকের মনেই প্রশ্ন এর অর্থ কী? কেন এমন ট্যাটু করালেন দীপিকা!
আসলে ‘82E’ দীপিকা পাড়ুকোনের নিজস্ব স্কিন কেয়ার ব্র্য়ান্ড। অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে নিজের ব্র্যান্ডের প্রমোশন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরে সেরে ফেললেন দীপিকা। ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার নামানুসারে দীপিকার এই ব্র্যান্ডের নাম। 82E’র পুরো কথা ‘এইটি-টু ইস্ট’।
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে দীপিকার উপস্থাপনার পরেই হল ‘নাটু নাটু’ গানে কালা ভৌরব আর রাহুল সিপলিগঞ্জের ধামেকেদার পারফরম্যান্স। পরে সেরা মৌলিক গানের পুরস্কারও জেতে ‘আরআরআর’ ছবির এই গান। মঞ্চে দীপিকার উপর থেকে চোখ সরল না কারুর। তিনি বুঝিয়ে দিলেন আন্তর্জাতিক মহলে তাঁর কদর কতখানি!
বক্স অফিসে দীপিকার শেষ রিলিজ ছিল ‘পাঠান’, যা ১০০০ কোটির গণ্ডি পার করেছে তুড়ি মেরে। এই ছবির ‘বেশরম রং’ গান নিয়ে কম বিতর্ক হয়নি, কাঠগড়ায় তোলা হয়েছিল দীপিকাকেও, কিন্তু সেইসব কটূক্তি গায়ে না মেখে নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন দীপিকা। আগামিতে অভিনেত্রীকে দেখা যাবে হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে, এছাড়াও প্রভাসের ‘প্রোজেক্ট কে’র নায়িকার দীপিকা পাড়ুকোন।