বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukone : মঞ্চে তখন শাহরুখের নামে জয়ধ্বনি, কেঁদে ভাসালেন দীপিকা…

Deepika Padukone : মঞ্চে তখন শাহরুখের নামে জয়ধ্বনি, কেঁদে ভাসালেন দীপিকা…

আবেগঘন দীপিকা

দীপিকা বরাবরই ইমোশনাল, তাই এই দর্শকাসন, থেকে শাহরুখ শাহরুখ ধ্বনি শুনে কেঁদে ফেলেন তিনি। চোখের জল মুছতে মুছতেই কথা বলে যাচ্ছিলেন 'পাঠান'-এর ‘রুবাই’। বলেন, এটা ‘এটা খুশির অশ্রু। যখন ছবিটা মুক্তি পেল, সেদিই মানুষের ভালোবাসা অনুভব করতে আমি হলে যেতে চেয়েছিলাম, কিন্তু হয়নি।'

দীর্ঘ খরা কাটিয়ে প্রায় ৪ বছর পর বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে শাহরুখের বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে তাঁর ছবি ‘পাঠান’। আর এই সাফল্যে শাহরুখের সঙ্গী দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ছবি মুক্তির আগে 'পাঠান' নিয়ে কোনও সাংবাদিক সম্মেলনই করেননি শাহরুখ এবং টিম 'পাঠান'। তবে বক্স অফিসে 'পাঠান' সাড়া ফেলতেই সোমবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ-দীপিকা-জন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এদিন আবেগতাড়িত হয়ে পড়েন দিপ্পি। অভিনেত্রীর কথায়, ‘এটা একটা অদ্ভুত অনুভূতি। আমরা যে ভালোবাসা পাচ্ছি। যা কিছু ঘটেছে, তারপরেও যে এত্ত ভালোবাসা তা উদযাপন করার মতোই। যা হয়েছে তা অবিশ্বাস্য, এই ছবি নিয়ে আরো বেশি করে উদযাপন হওয়া উচিত। মনে হচ্ছে যেন উৎসব চলছে। মাথা নিচু করে আপনি যখন সততার সঙ্গে কাজ করেন, তারপর এত ভালবাসা পান, তখন সেটা সত্যিই মূল্যবান, সেই কাজের যোগ্য পাওনা।'

দীপিকা বরাবরই ইমোশনাল, তাই এই দর্শকাসন, থেকে শাহরুখ শাহরুখ ধ্বনি শুনে  কেঁদে ফেলেন তিনি। চোখের জল মুছতে মুছতেই কথা বলে যাচ্ছিলেন 'পাঠান'-এর ‘রুবাই’। বলেন, এটা ‘এটা খুশির অশ্রু। যখন ছবিটা মুক্তি পেল, সেদিই মানুষের ভালোবাসা অনুভব করতে আমি হলে যেতে চেয়েছিলাম, কিন্তু হয়নি।'

<p>কেঁদে ফেলেন দীপিকা</p>

কেঁদে ফেলেন দীপিকা

<p>আবেগঘন দীপিকা</p>

আবেগঘন দীপিকা

এদিক সাংবাদিক সম্মেলনে ঢুকতেই দর্শকদের জন্য মাথা নত করে শ্রদ্ধা জানান কিং খান। মঞ্চে তখন বাজছিল 'ঝুমে যো পাঠান' গান। পাশে দীপিকা ও জন ও পরিচালক সিদ্ধার্থকে নিয়ে পোজও দেন ক্যামেরার জন্য।

এদিন 'পাঠান'-এর সিক্যুয়েল নিয়ে শাহরুখ বলেন, ‘এটি আমাদের জন্য, আমার পরিবারের জন্য একটি বড়দিন। এই আনন্দের স্বাদটা আমরা অনেকদিন উপভোগ করতে পারিনি। যখনই সিদ্ধার্থ (সিদ্ধার্থ আনন্দ) আমাকে পাঠান ২ করার কথা বলবেন, আমি করব। ওঁরা আমার সঙ্গে এর সিক্যুয়েল করতে চাইলে, তাতে কাজ করা আমার জন্য সম্মানের হবে’।

প্রসঙ্গত, প্রতিদিনই প্রায় বক্স অফিসে কোনও না কোনও রেকর্ড ভাঙছে 'পাঠান'। মুক্তির পর সোমবার পাঠান-এর জন্য ছিল ষষ্ঠ দিন। মাত্র ৫ দিনেই ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। মুক্তির ৫ দিনে গোটা বিশ্বে পাঠানের আয় ৫৪২ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানাচ্ছেন,ভারতের বক্স অফিসে পাঠান-এর ব্যবসা ৩৩৫ কোটি, আর বিদেশের মাটিতে ২০৭ কোটি টাকা।

 

বায়োস্কোপ খবর

Latest News

ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.