বাংলা নিউজ > বায়োস্কোপ > Bollywood: এলি বিউটি অ্যাওয়ার্ড যেন চাঁদের হাট! কাদের দেখা গেল? কার সাজ কেমন ছিল দেখুন

Bollywood: এলি বিউটি অ্যাওয়ার্ড যেন চাঁদের হাট! কাদের দেখা গেল? কার সাজ কেমন ছিল দেখুন

এলি বিউটি অ্যাওয়ার্ডস

Bollywood: দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, মাসাবা গুপ্ত সহ একাধিক তারকাকে দেখা গেল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। দেখুন বিস্তারিত।

এলি বিউটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২২ যেন বলিউডের তারকাদের মেলা বসেছিল। সেখানে দীপিকা পাড়ুকোন থেকে কার্তিক আরিয়ান, মাসাবা গুপ্ত থেকে জাহ্নবী কাপুর-সহ একাধিক সেলিব্রিটিকে দেখা গিয়েছে। সঙ্গে কৃতি শ্যানন, নার্গিস ফাকরি, তেজস্বী প্রকাশ, ঋতাভরী চক্রবর্তী, তনিশক বাগচি, খুশালি কুমারদের এই অনুষ্ঠানে দেখা গিয়েছে।

বুধবার, ১৬ নভেম্বর মুম্বইয়ে এই অনুষ্ঠানটি হয়। সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে। দীপিকা পাড়ুকোনকে এই অনুষ্ঠানে একটি সাদা শার্ট এবং সাদা স্কার্টে দেখা যায়, সঙ্গে কালো রঙের একটি বেল্ট পরেছিলেন তিনি। সঙ্গে ছিল হিল জুতো। কার্তিক আরিয়ান পরেছিলেন নেভি ব্লু রঙের একটি টার্টেল নেক সোয়েটার। সঙ্গে নীল রঙের ব্লেজার এবং মানানসই প্যান্ট।

এই অনুষ্ঠানে জাহ্নবী কাপুরের সাজও সকলের নজর কেড়ে নেয়। তিনি একটি নীল রঙের গাউন পরেছিলেন, সঙ্গে ছিল ম্যাচিং গ্লাভস এবং হিল জুতো। ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ফ্রোজেনের এলসার কথা মনে করিয়ে দিচ্ছিল জাহ্নবী কাপুরের এই সাজ।

কৃতি শ্যানন একটি ডার্ক ব্লু রঙের ড্রেস পরেছিলেন সঙ্গে হিল জুতো। আর কিছুদিনের অপেক্ষা, তারপরই মুক্তি পেতে চলেছে কৃতি শ্যানন এবং বরুণ ধাওয়ান অভিনীত ছবি ভেড়িয়া। ছবির মুক্তির আগে কৃতিকে এই অনুষ্ঠানে দেখা গেল। এছাড়া তাঁকে আগামীতে আদিপুরুষ ছবিতেও দেখা যাবে। এই ছবিতে কৃতির সঙ্গে দেখা যাবে প্রভাস, সইফ আলি খানকেও। এঁরাই মূলত মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁকে শেহজাদা ছবিতে দেখা যাবে। তার সঙ্গে টাইগার শ্রফের সঙ্গে গণপত ১ ছবির কাজও রয়েছে তাঁর হাতে।

জাহ্নবী কাপুরকে শেষবার দেখা গিয়েছে মিলি ছবিতে। এটি একটি মালয়লাম ছবি হেলেনের হিন্দি রিমেক। হেলেন ছবিটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। এরপর তাঁকে রাজকুমার রাওয়ের সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস মাহিতে দেখা যেতে চলেছে। অন্য দিকে দীপিকা পাড়ুকোনকেও খুব শীঘ্রই পর্দায় দেখা যেতে চলেছে। পাঠান ছবিতে তাঁকে শাহরুখ খান এবং জন্য আব্রাহামের সঙ্গে দেখা যাবে। ছবিটি আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিটি সিদ্ধার্থ আনন্দের পরিচালিত। এছাড়া তাঁকে প্রভাসের সঙ্গে প্রজেক্ট কে-তেও দেখা যেতে চলেছে। হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার ছবিটির কাজ আগামী দিনে শুরু হবে, এই ছবিটিও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হবে। এটি একটি এরিয়াল অ্যাকশন থ্রিলার মুভি।

কার্তিক আরিয়ানকে আগামী দিনে সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে কিয়ারা আডবাণীকেও দেখা যাবে এই ছবিতে। এছাড়া তাঁকে শেহজাদা ছবিতেও দেখা যেতে চলেছে। তাঁর সঙ্গে কৃতি শ্যানন থাকবেন এই ছবিতে। এই ছবিটি আগামী বছরের ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। রোহিত ধাওয়ান, ডেভিড ধাওয়ানের ছেলে এই ছবিটির পরিচালনা করেছেন। এছাড়া তাঁর ফ্রেডি ছবিটিও শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.