4/5দীপিকাকে বলতে শোনা যায়, ‘বাস্তব জীবনের ভারতীয় বিপ্লবীদের মধ্যে বন্ধুত্ব নিয়ে নির্মিত চলচ্চিত্র 'RRR'-এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় বাজানো হয়েছে নাটু নাটু গানটি৷ …এটি ইউটিউব এবং টিকটকে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। সারা বিশ্বের সিনেমা থিয়েটারে দর্শকরা নেচেছেন এই গানের তালে। এটি ভারতীয় প্রযোজনার প্রথম গান যা অস্কারের জন্য মনোনীত হয়েছে। আপনি কি নাটু জানেন? রইল আরআরআর ফিল্ম থেকে নাটু নাটু।’. (AP Photo/Ashley Landis)
5/5মঞ্চে পুরস্কার নিতে ওঠেন এমএম কিরাবানি আর চন্দ্রবোস। গানের তালে বিজয় ভাষণ দেন এই ভারতীয় সংগীতশিল্পী। এই বিভাগে প্রথম অস্কার এল কোন ভারতীয় ছবিতে। প্রসঙ্গত, ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।