'পরীক্ষা পে চর্চা'র সাম্প্রতিক পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়ের জন্মের পর এখন বাড়িতে বেশি সময় কাটাচ্ছেন দীপিকা। হালে ফ্যাশন ব়্যাম্পে দেখা মিললেও আপতত মাতৃত্বকালীন ছুটিতেই রয়েছেন রণবীর ঘরণী। এর মাঝেই এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের স্কুলের দিনগুলি, কীভাবে তিনি নিজেকে প্রকাশ করেন সে সম্পর্কে শিক্ষার্থীর সাথে খোলামেলা কথা বলেছেন। আরও পড়ুন-মা হওয়ার পর প্রথম র্যাম্প ওয়াক দীপিকার, হাততালি দিয়ে উৎসাহ দিলেন আলিয়া
অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পর্বের একটি ক্লিপ শেয়ার করেছেন, যেখানে তিনি এই সুযোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন।
দীপিকা যা বললেন…
ভিডিওতে দীপিকাকে বেশ কয়েকটি স্কুল পড়ুয়ার সাথে কথোপকথন করতে দেখা গেছে। স্কুলজীবনের স্মৃতি রোমন্থন করে দীপিকা বলেন,'আমি স্কুলে একটি দুষ্টু বাচ্চা ছিলাম যে সোফা, টেবিল এবং চেয়ারের চারপাশে লাফালাফি করত। আমি অঙ্কে খুব দুর্বল ছিলাম এবং এখনও আছি। নরেন্দ্র মোদীও তাঁর বইয়ে প্রকাশ করেছেন, কখনও নিজেকে চেপে রাখবেন না। তাই সর্বদা নিজেকে প্রকাশ করুন তা আপনার বন্ধু, পরিবার, পিতামাতা, শিক্ষক, যার কাছেই হোক না মন খুলে কথা বলুন।'
দীপিকা বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের টিপস দিলেন
দীপিকা বরাবরই মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন। একটা সময় নিজে ডিপ্রেশনে ভুগেছেন, তাই তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার গুরুত্ব বোঝেন। তিনি শিক্ষার্থীদের সাথে একটি মজাদার ক্রিয়াকলাপেও যোগ দেন। সেখানে নায়িকা পড়ুয়াদের নিজেদের একটি শক্তি সনাক্ত করতে এবং এটি লিখে রাখতে বলেন। তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আসন্ন পরীক্ষার জন্য শিক্ষার্থীদের শুভকামনা জানান। পুরো পর্বটি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি।
গত বছরের সেপ্টেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন ৩৯ বছর বয়সী দীপিকা। মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং। গত ডিসেম্বরে দীপিকা ও রণবীর পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁদের মেয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। সঙ্গে তাঁরা অনুরোধ করেন যে, দুয়া যেহেতু এখনও খুব ছোট, তাই যাতে কোনও ছবি না তোলা হয়। উপযুক্ত সময়ে তাঁর ছবি সকলের সঙ্গে শেয়ার করে নেবেন বলেই আলোকচিত্রীদের আশ্বস্ত করেন নতুন মা-বাবা।
দীপিকাকে সর্বশেষ ২০২৪ সালে রোহিত শেঠির পুলিশ ড্রামা সিংহাম এগেইন-এ দেখা গিয়েছিল। তার ২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত 'পদ্মাবত' গত সপ্তাহে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবিতে দীপিকার পাশাপাশি অভিনয় করেছেন শাহিদ কাপুর ও রণবীর সিং।