গর্ভবতী হওয়া কোনও অসুস্থতা নয়, আর তা স্বয়ং দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের মিষ্টি বেবি বাম্প নিয়ে তিনি কাজ করে চলেছেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে তাঁর আপকামিং রিলিজ‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রমোশনে। করছেন নিজের ব্র্যান্ড প্রমোশন বা মেটারনিটি শ্যুটও। তবে স্বামী রণবীর আর তা করতে দেবেন না, স্ত্রী কে নিয়ে বেবিমুন সারতে উড়ে গেলেন লন্ডনে। সম্প্রতি লন্ডনের একটি ক্যাফে থেকে বেরিয়ে আসা দম্পতির একটি ভিডিয়ো অনলাইনে প্রকাশিত হয়েছে, আর তা ভাইরাল হয়েছে নিমেষেই।
আরও পড়ুন : (বেসুরো বেতালা গাওয়া পুরনো ভিডিয়োর জেরে ট্রোল্ড কিয়ারা! বললেন, 'আচমকাই কী যে হল...')
লন্ডনে রণবীর, দীপিকা
একটি ক্যাফে থেকে বেরিয়ে আসার সময় দীপিকা এবংরণবীরেরএকটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্বামী-স্ত্রী হাতে হাত রেখে কাটাচ্ছেন তাঁদের রোমান্টিক মুহূর্ত। সন্তান আসার আগে উপভোগ করছেন নিজেদের কোয়ালিটি টাইম। দীপিকার পরনে ছিল একটি কালো কার্ডিগান এবং নীল জিন্স। সঙ্গে টিম আপ করেছেন কালো বুট, সানগ্লাস এবং একটি ব্যাকপ্যাক দিয়ে৷ অপরদিকে রণবীর পড়েছিলেন একটি পিনস্ট্রাইপ প্যান্ট ও ফ্লাওয়ার প্রিন্টেড শার্ট।
ভিডিয়োতে, দম্পতিকে তাঁদের দেহরক্ষীদের সঙ্গে একটি ক্যাফে থেকে বেরোতে দেখা যায়, যাদের মধ্যে একজন তাঁদের শপিং ব্যাগ ধরে রেখেছিলেন। গত ২০শে জুন রণবীর এবং দীপিকাকে লণ্ডন ট্রিপের উদ্দেশ্যে মুম্বই এয়ারপোর্টে দেখা যায়।
দীপিকার যোগব্যায়াম রুটিন
দীপিকার যোগব্যায়াম প্রশিক্ষক আবিরা ধর সম্প্রতি এনডিটিভির সঙ্গে কথা বলেছেন এবং হবু মা যে রুটিন অনুসরণ করছেন সে সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি বলতে চাইছি যে এখন আমরা এটিকে খুব সামগ্রিকভাবে দেখছি। তিনি যেহেতু একটি শিশুকে বহন করছেন তাই আমাদের এটিকে খুব সাবধানে দেখতে হবে। আমরা তাঁর সঙ্গে ক্রমাগত একটি প্রসবপূর্ব রুটিনের মধ্য দিয়ে যাচ্ছি এবংখেয়াল রাখছি কারণ প্রতিটা ট্রাইমেস্টার আলাদা আলাদা হয়।’
আরও পড়ুন: (হাত ভরা শাঁখা-পলা! চাঁদনী রাতে সাগর পাড়ে কাঞ্চন-শ্রীময়ী, ভোট মিটটেই হানিমুন?)
অভিরা আরও বলেছেন, ‘একটি যেন খুব সুস্থ শিশুর জন্ম হয় এবং পাশাপাশি মা যেন গর্ভাবস্থায় তাঁর সেরা অবস্থায় থাকে। বাইরে থেকে তাঁকে কেমন দেখতে লাগছে শুধু সেটাই নয়। আর এমন একজনের সঙ্গে কাজ করা খুব সুন্দর হয়, যে ইতিমধ্যেই খুব সচেতন। আমরা এটিকে তাঁর জীবনের একটি স্বাস্থ্যকর সময়ের মতো দেখছি। তিনিও তাঁর গর্ভাবস্থা উপভোগ করছেন এবং খুব সক্রিয় ভাবে সব করছেন।’
রণবীর-দীপিকার আসন্ন কাজ
রণবীরকে শীঘ্রই ফারহান আখতারের ডন ৩-এ কিয়ারা আদভানির সঙ্গে দেখা যাবে।অপরদিকে প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের সঙ্গে নাগ অশ্বিনের ‘কল্কি২৮৯৮ এডি’-তে দীপিকা অভিনয় করবেন। অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুরের সঙ্গে রোহিত শেঠির 'সিংহম এগেইনএও একত্রে দেখা যাবে এই জুটিকে।