বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika-Ranveer: সিদ্ধি বিনায়ক দর্শনের পরই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা, সঙ্গী স্বামী রণবীর, শুভক্ষণ আসন্ন…

Deepika-Ranveer: সিদ্ধি বিনায়ক দর্শনের পরই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা, সঙ্গী স্বামী রণবীর, শুভক্ষণ আসন্ন…

দীপিকা-রণবীর

শোনা গিয়েছিল, সেপ্টেম্বরেই আসছে দীপিকা-রণবীরের সন্তান। শুরুতে শোনা যায়, ২৮ সেপ্টেম্বর মা হওয়ার কথা দীপিকা। তবে ইতিমধ্যেই দিপ্পি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন। আশা করা হচ্ছে, গণেশ চতুর্থীতেই জন্ম হবে দীপিকার সন্তানের।

জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন রণবীর-দীপিকা। আজ ৭ সেপ্টম্বর, শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। তবে শুক্রবারই মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন হবু বাবা-মা রণবীর-দীপিকা। সে সময় মন্দির চত্ত্বরে অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকাকে আগলে আগলে রাখতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। সিদ্ধি বিনায়ক দর্শনের পর ২৪ ঘণ্টাও কাটল না দীপিকাকে নিয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছেন রণবীর।

এই মুহূর্তে ‘দীপবীর’-এর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সকলেরই একটাই প্রশ্ন, তবে কি গণেশ চতুর্থীতেই আসছে দীপিকা-রণবীরের প্রথম সন্তান?

শোনা গিয়েছিল, সেপ্টেম্বরেই আসছে দীপিকা-রণবীরের সন্তান। শুরুতে শোনা যায়, ২৮ সেপ্টেম্বর মা হওয়ার কথা দীপিকা। তবে ইতিমধ্যেই দিপ্পি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন। আশা করা হচ্ছে, গণেশ চতুর্থীতেই জন্ম হবে দীপিকার সন্তানের।

প্রসঙ্গত, শুক্রবার সবুজ ট্রাডিশনাল শাড়িতে সিদ্ধি বিনায়ক দর্শনে পৌঁছেছিলেন দীপিকা পাড়ুকোন। আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন বেবি বাম্প। অন্যদিকে রণবীর সিংকে দেখা গিয়েছিলে সাদা পাঞ্জাবিতে। দীপবীর দুজনের গায়েই ছিল হলুদ রঙের গণেশ বন্দনা করা উত্তরীয় জড়ানো। তবে শুধু সিদ্ধি-বিনায়ক মন্দিরেই নয়, ওইদিন মাউন্ট মেরি চার্চেও যান তারকা দম্পতি।

প্রসঙ্গত পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'গোলিও কি রাসলীলা – রামলীলা' ছবির সেটেই কাছাকাছি আসতে শুরু করেছিলেন রণবীর-দীপিকা। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে বসেছিল তাঁদের ব্যক্তিগত বিয়ের আসর। কোঙ্কনি, সিন্ধ্রি, দুই রীতিতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। তারপর থেকে অবশ্য দুজনেই কাজ নিয়েই ব্যস্ত ছিলেন, পাশাপাশি সুখী দাম্পত্য জীবনও কাটাচ্ছেন। আর এবার মা হতে চলেছেন দীপিকা, শুরু করতে চলেছেন জীবনের নতুন অধ্যায়। ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান অভিনেত্রী। এখন শুভক্ষণ আসন্ন, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বললেও ভুল হয় না...

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.