বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika-Ranveer: দীপিকার সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ স্টুডিওতে ঢুকে পড়লেন রণবীর, এসেই চকাস করে চুমু! বুঝুন কাণ্ড…

Deepika-Ranveer: দীপিকার সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ স্টুডিওতে ঢুকে পড়লেন রণবীর, এসেই চকাস করে চুমু! বুঝুন কাণ্ড…

রণবীর-দীপিকা

রণবীরকে আচমকা দেখতে পেয়ে চমকে গিয়েছিলেন দীপিকাও। সাক্ষাৎকার চলাকালীনই রণবীর এসে দীপিকার ঠোঁটে চুমু খান, স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তারপর ফের বের হয়ে যান। দীপিকাকে ঠিক বিয়ে নিয়ে প্রশ্নের সময়ই রণবীর কীভাবে সেখানে পৌঁছলেন, সে ঘটনাকে একটা 'মহাজাগতিক ঘটনা' বলে ব্যাখ্যা করেছেন রণবীর সিং। 

দীপিকা ছাড়া আমি যেন ‘মণিহারা ফণী’, রণবীর সিংয়ের ভাবগতিক যেন এমনই। সম্প্রতি ‘টাইম’ ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। সেই ম্যাগাজিনকেই এক সাক্ষাৎকারও দেন দীপিকা। সেখানে বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন দিপ্পি। সেখানেই স্ত্রীকে সারপ্রাইজ দিতে পৌঁছে যান রণবীর সিং। জানান, পাশেই শ্যুটিং করছিলেন তিনি।

রণবীরকে আচমকা দেখতে পেয়ে চমকে গিয়েছিলেন দীপিকাও। সাক্ষাৎকার চলাকালীনই রণবীর এসে দীপিকার ঠোঁটে চকাস করে চুমু খেয়ে বসেন, স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তারপর ফের বের হয়ে যান। বলেন শুধু নাকি হাই বলতে এসেছিলেন। দীপিকাকে ঠিক বিয়ে নিয়ে প্রশ্নের সময়ই রণবীর কীভাবে সেখানে পৌঁছলেন, সে ঘটনাকে একটা 'মহাজাগতিক ঘটনা' বলে ব্যাখ্যা করেছেন রণবীর সিং। রণবীর বের হয়ে যাওযার পর অবশ্য প্রশ্নকর্তাকে দীপিকাকে প্রশ্ন চালিয়ে যান। দীপিকাকে প্রশ্ন করা হ., তাঁদের সম্পর্ক কতদিনের? দাম্পত্য জীবনই বা কত দিনের? উত্তরে দিপ্পি জানান, ১০-১১ বছর তাঁরা একসঙ্গে আছেন, আর বিয়ের বয়স সাড়ে ৪ বছর।

আরও পড়ুন-পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার বাগদান, আমন্ত্রিতদের তালিকায় কারা?

আরও পডুন-ব্যক্তিগত স্বার্থে মিথ্যা #Metoo-র অভিযোগ আনাকে সমর্থন করি না, এটা অন্যায়: সন্দীপ্তা সেন

আরও পড়ুন-পরম ‘ফেলু’র চোখে চরম ‘ফেলু’ কে? সৌমিত্র-সব্যসাচী-টোটা না ইন্দ্রনীল? জানল HT বাংলা

বিয়ে সম্পর্কে কথা বলতে গিয়ে দীপিকা বলেন, "আমি এবং আমার স্বামী একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করেছি। আমি মনে করি যে আমরা একে অপরের জন্য নির্বোধের মতো আচরণ করি। ওর সামনে নিজেকে সবচেয়ে দুর্বল মনে হয়, মনে হয় আনাড়ি, ওর সামনেই আমি সবকিছু প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমরা একে অপরকে এখন প্রায় ১০ বছর ধরে চিনি, তাই...এটা আমার কাছে আনন্দের জায়গা।

প্রসঙ্গত, ২০১৮র নভেম্বরে ইতালির লেক কোমোতে রণবীর ও দীপিকা সাতপাকে বাঁধা পড়েন। তারপর মুম্বই ও বেঙ্গালুরুতে ঘটা করে আয়োজিত হয় রিসেপশন পার্টি। যদিও মাঝে তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তারপরই বিয়ে নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে রণবীর-দীপিকাকে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন