গত সেপ্টেম্বর মাসে ভূমিষ্ঠ হয়েছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের মেয়ে। কিন্তু তাঁরা মেয়ের নাম মোটেই এতদিন প্রকাশ্যে আনেননি। দিওয়ালির সময় একরত্তির প্রথম ছবি এবং নাম অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। কী নাম রাখলেন তাঁরা মেয়ের?
আরও পড়ুন: সেলেনা গোমেজের কাছে 'জয় শ্রী রাম' বলার বায়না ভারতীয় ব্যক্তির! রামনাম জপলেন নাকি পপ তারকা?
রণবীর এবং দীপিকা মেয়ের নাম ঘোষণা করলেন
১ নভেম্বর দীপিকা পাড়ুকোন তাঁদের মেয়ের একটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। এই ছবি পোস্ট করে দীপিকা জানান তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন দুয়া।
এই ঘোষণা করে অভিনেত্রী লেখেন, 'দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীপিকা এবং রণবীর।'
কে কী বলছেন?
দীপিকা এই ছবিটি পোস্ট করতেই বহু মানুষ তাঁদের শুভেচ্ছা জানিয়েছে। আলিয়া ভাট, ওরি সহ একাধিক তারকারা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।
রণবীর এবং দীপিকার মেয়ের জন্ম
গত সেপ্টেম্বর মাসে রণবীর এবং দীপিকা যৌথ ভাবে একটি পোস্ট করে জানান, 'ওয়েলকাম বেবি গার্ল।' সঙ্গে লিখে দেন তাঁর জন্মের দিন অর্থাৎ ৮.৯.২০২৪।
রণবীর দীপিকার কাজ
১ নভেম্বরই মুক্তি পেল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের নতুন ছবি সিংঘম এগেন। এখানে লেডি সিংঘম হিসেবে ধরা দিয়েছেন দীপিকা। রোহিত শেট্টির এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগন, করিনা কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, অক্ষয় কুমার প্রমুখ।