গত ৮ই সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। একরত্তি মেয়েকে নিয়েই এখন ব্যস্ত বলিউডের এই ডিভা। দীপাবলিতেই মেয়ের নাম প্রকাশ্যে এনেছিলেন দীপিকা-রণবীর। জানিয়েছিলেন, তাঁদের কন্যা সন্তান প্রার্থনার ফল! তাই মেয়ের নাম রেখেছেন দুয়া। সেই নাম নিয়ে কম বিতর্ক হয়নি। কেন মেয়ের হিন্দু নাম রাখেননি,সেই নিয়ে ট্রোলবাহিনীর নিশানায় দীপবীর। অবশ্য সেই বিতর্ককে পাত্তা দেননি নতুন বাবা-মা। আরও পড়ুন-‘ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করবো!’ ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসতেই খোঁচা মীরের
বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক খুদের ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন দীপিকা। সেই একরত্তির ভিডিয়ো দেখে অভিনেত্রী হৃদয় গলে গিয়েছে। তাঁর মেয়েও ঠিক এমনটা করে থাকে বুঝিয়েছেন দীপিকা।
মাতৃত্বকাল নিয়ে একের পর এক মজার পোস্ট করেছেন রণবীর ঘরণী। এ বার নায়িকা জানালেন এক ‘বড়’ সমস্যার কথা। বয়স সবে দু-মাস। তবে মেয়ের জন্য মায়ের ঘুম উড়েছে। দীপিকা জানিেছেন একরত্তির ঘুম পেলেও, কোনও ভাবেই দু’চোখের পাতা এক করতে রাজি নয়। কারণ ঘুমিয়ে পড়লে, পাছে মা তাঁকে ছেড়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে! যদি একা রেখে মা স্নান-খাওয়া করতে চলে যায় তাই কোনওভাবেই ঘুমানো যাবে না। দীপিকা এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘ট্রু স্টোরি’ অর্থাৎ সত্যি ঘটনা!
কিছুদিন আগে আরও এক খুদের ভিডিয়ো শেয়ার করে দীপিকা জানিয়েছিলেন ছোট্ট দুয়ার রোজনামচা। ভিডিয়োর ক্যাপশনে লেখা, নবজাতকের সেই সকল জিনিস যা আমার হৃদয়কে গলিয়ে দেয়'। emchan13 নামের এক ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সেই মিষ্টি ভিডিয়ো। যেখানে খুদেকে দেখা গেল, মায়ের হাতের একটা আঙুল মুঠোয় ধরে রেখেছে। ঘুমনোর সময় হাঁ করে রয়েছে। ঘুম থেকে উঠবার সময় দু-হাত উপরের থেকে প্রসারিত করে দিচ্ছে, খিদে পেলে যেকোনও জিনিস চুষে নিচ্ছে, কিংবা ঘুমোনার সময় উপরের দিকে দু-হাত তুলে দিচ্ছে। এই রকমই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো নতুন মা ক্যামেরা বন্দি করে ইনস্টাগ্রামে তুলে ধরেছেন। যার সঙ্গে নিজের মেয়ের রোজনামচার মিল খুঁজে পেয়েছেন দীপিকা। এবং সেই বাচ্চাটির কীর্তিকলাপের মাধ্যমেই দুয়ার কথা ভক্তদের সামনে তুলে ধরলেন তিনি।
দীপবীরের মেয়ের নাম দুয়া
গত বৃহস্পতিবার, দীপিকা এবং রণবীর সিং তাদের শিশু কন্যার প্রথম ছবি শেয়ার করেন। দীপাবলিতে টুকটুকে লাল রঙা সালোয়ার কামিজে সেজে রয়েছেন খুদে। তারকা দম্পতি জানিয়েছেন তাঁদের মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং। অর্থাৎ প্রিয়াঙ্কার মেয়ের মতোই দুয়াও মা ও বাবা উভয়ের পদবি ব্যবহার করবেন। তাঁরা লেখেন. ‘ দুয়া অর্থাৎ প্রার্থনা। সে আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে। ইতি-দীপিকা ও রণবীর’।
রাম-লীলা, বাজিরাও মাস্তানি এবং ৮৩-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন রণবীর-দীপিকা। প্রায় ৫ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে একটি ঘনিষ্ঠ বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই অভিনেতা জুটি। গত ফেব্রুয়ারিতে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন তাঁরা। সন্তান প্রসবের পর থেকে দীপিকা এখনও জনসমক্ষে আসেননি।