বিয়ের পর দেখতে দেখতে ৬ বছর কাটিয়ে ফেলেছেন রণবীর-দীপিকা। বলিপড়ার অন্যতম চর্চিত দম্পতি তাঁরা। ১৪ নভেম্বর বৃহস্পতিবার ছিল 'দীপবীর'-এর ‘বিয়ের জন্মদিন’। এবার মেয়ে 'দুয়া' কে কোলে নিয়েই বিবাহবার্ষিকী কেটেছে তারকা দম্পতির। একে অপরকে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে রণবীরের থেকেও দিপ্পির পোস্ট বেশি নজর কেড়েছে নেটিজেনদের।
কিন্তু কী এমন লিখেছেন দীপিকা?
নিজের ইনস্টাস্টোরিতে একটি মিম শেয়ার করে স্বামী রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাড়ুকোন। যে মিমের মাধ্যমে মজা করে আখের নিজেদের কথা-ই বলতে চেয়েছেন বলে অনুমান নেটিজেনদের। 'স্বামী বিছানা ছেড়ে উঠে গেলে ঠিক কী করি, তৎক্ষণাৎ স্বামীর বিছানার দিকে হামাগুড়ি দিয়ে সরে যাই, কারণ, তখন সেই জায়গাটা আরও উষ্ণ, তাঁর (স্বামীর) গন্ধমাখা, সেখানে গিয়ে আরও ভালো ঘুম হয়।' Shelly Shells-এর শেয়ার করা একটা মিমের সঙ্গে রণবীরকে 'শুভ বিবাহবার্ষিকী' জানিয়েছেন দীপিকা।
দীপিকার এই ইনস্টাস্টোরির পর অনেকেই এই মিম ভিডিয়ো দেখে ফেলেছেন, আর ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন, ‘দীপিকা ইনস্টাস্টোরি দেখার পর কেকে এই ভিডিয়ো দেখতে চলে এসেছেন?’ মিমি ভিডিয়োর নিচে এমন কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
আরও পড়ুন-'নতুন গান মুক্তির আগে খুব ভয়ে থাকি', এমন কেন বলছেন বাদশা?
অন্যদিকে বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় দীপিকা হাসিখুশি ছবি পোস্ট করে তার সঙ্গে জুড়ে দিয়েছিলেন, ‘হাস্তি রাহে তু হাস্তি রাহে, হায়া কি লালি খেলাতি রাহে’ গানটি। লেখেন, ‘প্রতিটি দিনেই স্ত্রীর প্রশংসা করা যায়, তবে আজ বিশেষ দিন। শুভ বিবাহ-বার্ষিকী দীপিকা পাড়ুকোন।’ আমি তোমাকে ভালোবাসি এই বিবাহ-বার্ষিকী একান্তে কাটাতে ইতিমধ্যেই ছুটি কাটাতে দেশের বাইরে চলে গিয়েছেন রণবীর-দীপিকা। মেয়ে 'দুয়া'র জন্মের পর এটাই তাঁদের প্রথম ছুটিতে যাওয়া। আর ছোট্ট দুয়াও এবার প্রথমবার বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছে।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে রণবীর-দীপিকা জুটিকে দীপাবলি-তে মুক্তি পাওয়া 'সিংঘম-এগেইন' ছবিতে দেখা গিয়েছে।