বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘গেহরাইয়া’-এর দৃশ্যে ঝলক মিলেছে দীপিকার বোন আনিশার! খেয়াল করেছেন?

গত ১১ ফেব্রুয়ারি অ্য়ামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে ‘গেহরাইয়া’। দীপিকা অনুরাগীরা অধীর অপেক্ষায় ছিলেন এই ছবির। মুক্তির পরই শকুনের চোখের মতো অনুরাগীদের নজর ছিল নায়িকার পর্দায় উপস্থিতিতে। তেমনি টুইটারে এক অনুরাগী শেয়ার করেছেন সিনেমার থেকে এক দৃশ্যের ছবি। ‘গেহরাইয়া’-এর এক দৃশ্যে দীপিকা পাড়ুকোন এবং তাঁর বোন আনিশা পাডুকোনের শৈশবের একটি ফটো ফ্রেম দেখানো হয়েছে। 

আসল ছবির সঙ্গে দৃশ্যটির একটি স্ক্রিনশট শেয়ার করে নেটিজেন টুইট করেছেন, ‘ভালো লেগেছে #Gehraiyaan পারিবারিক প্রতিকৃতিগুলির মধ্যে আনিশা এবং দীপিকার একটি প্রতিকৃতি ব্যবহার করেছে।’

ছবি দেখে হতবাক কোনও কোনও নেটিজেন। এক নেটিজেন রিটুইট করে লিখেছেন, ‘আমি জানি না এটি তার ধারণা বা পরিচালকের। তবে এমন কিছু ঘটতে দেখে ভালো লাগছে। পাপা পাড়ুকোনের সঙ্গে ২০১২ সালে ককটেল-এর সময়ে ছবি এবং ২০২১ সালে আনিশার সঙ্গে গেহরাইয়া-এ ছবি’। 

দীপিকা এবং আনিশা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন এবং স্ত্রী উজ্জ্বলার মেয়ে। ইনস্টাগ্রামে AMA সেশনে দীপিকা একবার ফাঁস করেছিলেন, স্বামী রণবীর কাপুর ছাড়াও বোন আনিশা পাড়ুকোন দীপিকার খুব কাছের মানুষ। 

এই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবং ভায়াকম ১৮ যৌথভাবে প্রযোজনার দায়িত্ব সামলেছে এই ছবির। পরিচালনায় শকুন বত্রা।

 

 

বন্ধ করুন