ভৌতিক কায়দায় ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সঙ্গে ক্যাপশনে একটি ভূতের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। সামাজিক মাধ্য়মে বেশ সক্রিয় ডিপ্পি। একাধিক সময় নানা ছবি ও ভিডিয়ো পোস্ট করে নেটদুনিয়া মাতিয়ে রাখেছেন তিনি। এরই মধ্যে একাধিক প্রোজেক্ট নিয়ে ব্যস্ত নায়িকা। বড় পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ব্যক্তিগত জীবনে দীপিকারা দুই বোন। ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের দুই মেয়ে দীপিকা এবং অনিশা। দিন কয়েক আগেই নেহা ধুপিরা চ্যাট শো-তে হাজির হয়েছিলেন অনিশা পাড়ুকোন। সেখানেই দিদি দীপিকার সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন তিনি। কর্মক্ষেত্রে দীপিকা এবং বাড়িতে দীপিকা দুটো নাকি সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব। দিদিকে একশব্দে ‘বিরক্তিকর’ বলেছে বোন অনিশা।
অনিশার কথায়, সবাই দীপিকাকে খুব শান্ত স্বভাবের মনে করে। এটা সকলের জানা প্রয়োজন, বাস্তবে কিন্তু সে একেবারে অন্য রকম। সেই সম্পর্কে একটি ঘটনাও শেয়ার করেন তিনি।
তাঁরা দুই বোন একই ঘরে ঘুমোতেন। একদিন সকাল ৭টায় আচমকা দীপিকার অ্যালার্ম বেজে ওঠে। অনিশার মনে হয় দিদি হয়তো জিমে যাবে তাই অ্যালার্ম বাজছে। কিন্তু সেই অ্যালার্মে ঘুম ভেঙে যায় অনিশারও। তিনি আচমকা তাকিয়ে দেখতে পান, বিছানা ছেড়ে ওঠার সময় দীপিকার পাজামা খুলে নীচে পড়ে গেল। এরপরই অনিশার বক্তব্য, ‘সেই সময়ে মানুষ কী করে? পাজামাটা তুলে পরে নেয়। ওর তখন পাজামার দিকে মনই নেই। ও একবার আমাকে দেখল, আমি ঘুম থেকে উঠে গেলাম কিনা। বোন ওকে ওই অবস্থায় দেখল কিনা ওর কোনও ভ্রূক্ষেপ নেই’।
উল্লেখ্য, দিদি বলিউডের প্রথম সারির তারকা হলেও, বাবা প্রকাশ পাড়ুকোনের পদচিহ্ন অনুসরণ করেছেন অনিশা। তিনিও স্পোর্টস পার্সন। পেশাদার গল্ফার। দীপিকা ব্য়াডমিন্টন নিয়ে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।