অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা প্রকাশ্যে আনার পর থেকেই দীপিকা পাড়ুকোনের বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি। কেউ বলেছেন সারোগেসির সাহায্যে মা হচ্ছেন দীপিকা, তাঁর স্ফীতোদর নাকি নকল। এবার নিন্দকদের মুখ বন্ধ করলেন হবু মা।
বুক চেরা শার্টের ফাঁসে উন্মুক্ত দীপিকার বেবি বাম্প! মেদহীন শরীরে আরও স্পষ্ট স্ফীতোদর, মাতৃত্বকালীন ফটোশ্যুটে সাহসী অবতারে নিজেকে মেলে ধরলেন দীপিকা পাড়ুকোন। প্রথম সন্তান আসতে আর বেশিদিন বাকি নেই। চর্চা এই মাসের শেষেই নাকি মা হবেন দীপিকা। এদিন স্বামী রণবীর সিং-কে নিয়ে মেটারনিটি ফটোশ্যুট সারলেন দীপিকা পাড়ুকোন।
বছর কয়েক আগেও মাতৃত্বকালীন অবস্থায় ক্যামেরার সামনে আসতেন না বলি সুন্দরীরা, বেবি বাম্প প্রদর্শন তো দূরে থাক! হলিউড তারকারা অবশ্য অন্তঃসত্ত্বা অবস্থায় বরাবর ক্যামেরাবন্দি হতেন। এখন বলিপাড়ায় আজকাল মাতৃত্বকালীন ফোটোশ্যুটের ঝোঁক বেড়েছে। সোনাম থেকে বিপাশা সকলেই এই দলে রয়েছেন। এবার তালিকায় জুড়ল দীপিকার নাম।
অভিনেত্রী সোমবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মাতৃত্বকালীন ফোটোশ্যুটের ছবি। পরনে নেটের গাউন, স্পষ্ট দেখা যাচ্ছে স্ফীত উদর। মুখে হালকা হাসি, খোলা চুল আর হালকা মেক আপের মধ্যে দিয়েও স্পষ্ট মাতৃত্বকালীন জেল্লা। সাদা-কালো ছবির কোনওটায় আবার ওভার সাইজ শার্টে এবং সোয়েটার পরে লেন্সবন্দি হয়েছেন দীপিকা। কয়েকটিতে হবু মা-কে রণবীরের সাথে খুশির মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে।
একটি ছবিতে রণবীরকে পিছন থেকে তার পেট ধরে তার কাঁধে চুমু খেতে দেখা গেছে, অন্যদিকে একটিতে তাদের একসঙ্গে হাসতে দেখা গেছে। ছবিগুলি ভাগ করে নেওয়ার সময় ক্যাপশনটি সংক্ষিপ্ত এবং মিষ্টি রাখলেন দীপিকা। কোনও শব্দ নয়, কেবল সাদা হৃদয়, ইনফিনিটি ইমোজি এবং দুষ্ট চোখের ইমোটিকন পোস্ট করেন দীপিকা।
ভক্তদের প্রতিক্রিয়া
প্রিয় দীপবীর জুটির এই অন্তরঙ্গ মুহুর্তগুলি সবাইকে অবাক করে দিয়েছে, ভক্ত এবং অনুগামীরা তাদের প্রিয় দাম্পতির এই আনন্দঘন মূহূর্তের সাক্ষী থাকতে পেরে আবেগআপ্লুত। একজন লিখেছেন, 'ওয়েলকাম বেবি রণবীর', আরেকজন শেয়ার করেছেন, 'মাম্মাআআ'। আরেকজন একজন লিখেছেন, ‘অভিনন্দন’। এক দীপিকা ভক্ত লেখেন, ‘হেটার্সরা কোথায়, যারা দীপিকার বেবি বাম্পকে নকল বলছিল?’
গর্ভাবস্থা সম্পর্কে
দীপিকা এবং রণবীর বিয়ের ৬ বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানাচ্ছেন। গত ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন দীপিকা। একটি ইনস্টাগ্রাম পোস্টে এই দম্পতি জানিয়েছেন যে সেপ্টেম্বরে সন্তানের জন্ম হবে। ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের পর্ব সারেন দীপিকা ও রণবীর। চর্চা, দীপিকার প্রাক্তন রণবীর কাপুরের জন্মদিন অর্থাৎ ২৮শে সেপ্টেম্বরই নাকি সন্তান প্রসব করবেন অভিনেত্রী।