বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukone: জিয়া ও প্রিয়াঙ্কার বাবার শেষযাত্রায় পরা সাদা পোশাক কয়েক হাজার বেচে দেন দীপিকা!

Deepika Padukone: জিয়া ও প্রিয়াঙ্কার বাবার শেষযাত্রায় পরা সাদা পোশাক কয়েক হাজার বেচে দেন দীপিকা!

দীপিকা পাড়ুকোন, অভিনেত্রী

জিয়া খানের মৃত্যুর পর এবং প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মৃত্যুর পর দীপিকা যে দুটি পোশাক পরেছিলেন, সেগুলি তিনি নিলামে বিক্রি করেছিলেন। আর সে খবর ফাঁস হওয়ার পরই তীব্র ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী।

২০১৩-র ৩ জুন আত্মহত্যা করেন অভিনেত্রী জিয়া খান। সম্প্রতি, সূরজ পাঞ্চোলি বেকসুর খালাস পাওয়ার পর জিয়ার মৃত্যু নতুন করে আলোচনায় এসেছে। জিয়ার মৃত্য়ুর পর সেসময় তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বি-টাউনে কোনও শিল্পীর মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানানোর সময় সাধারণত সাদা পোশাকই পরতে দেখা যায় তারকাদের। দীপিকাও সেদিন নীল জিন্সের উপর সাদা বুকে চেরা একটা টপ পরে জিয়াকে বিদায় জানাতে গিয়েছিলেন। তারপর আর সেই পোশাক দিপ্পিকে পরতে দেখা যায়নি। আর সাধারণত দীপিকার মতো তারকারা একটা পোশাক বারবার পরেনও না। কিন্তু কোথায় গেল সেই পোশাক?

দীপিকা নাকি সেই সব পোশাক নিলাম করেছিলেন। সব পোশাক না হলেও জিয়া খানের মৃত্যুর পর এবং প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মৃত্যুর পর দীপিকা যে দুটি পোশাক পরেছিলেন, সেগুলি তিনি নিলামে বিক্রি করেছিলেন। আর সে খবর ফাঁস হওয়ার পরই তীব্র ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী।

আরও পড়ুন-'ভুলেই গেছিলাম, আমিও তারকা, ভাবতাম আমায় বেগুনের মতো দেখতে', বলছেন হৃত্বিকের শ্য়ালক জায়েদ খান

মনে পড়ে ২০২১ সালে দীপিকা তাঁর বেশকিছু পোশাক নিলামে মোটা টাকায় বিক্রি করেন। যে টাকা নাকি সমাজসেবামূলক কাজে ব্যবহার করবেন বলে দাবি করেছিলেন অভিনেত্রী। আর তার মধ্যেই ছিল জিয়া ও প্রিয়াঙ্কা চোপড়া বাবার মৃত্যুর পর শ্রদ্ধা নিবেদনের সময় দিপ্পির পর দুই পোশাক। কত টাকায় সেগুলি বিক্রি হয়েছিল জানেন? একটি বিক্রি করা হয় ৮ হাজার টাকায়, অপরটি ২, ৭০০ টাকায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিশ্বাস না হলে নিজেই দেখে নিন…ট

দীপিকার এই কাণ্ড টুইটারে উঠে আসার পরই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। একজন লিখেছেন, ‘আমি খুবই মর্মাহত.. আমাদের প্রিয় দীপিকা পাড়ুকোন ২০১৩ সাল থেকে পর তাণর পোশাক নিলাম করেছেন.তাও আবার যেটি তিনি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে পরেছিলেন। এমন পদক্ষেপ আমার খবই খারাপ লেগেছে।’ কেউ লিখেছেন, ‘উনি চ্যারিটির জন্য বিক্রি করেছেন, এটা বলে সাফাই দেবেন না প্লিজ, আপনি পারবেন ১০-১৫ বছরের পুরনো জানা এত টাকায় বিক্রি করতে, হয় আপনার বাড়িতে যাঁরা কাজ করেন, তাঁদের আপনি এটা এমনিই দিয়ে দেবেন।’ কেউ আবার মজা করে রণবীর সিংকে টেনে এনে বলেছেন, ‘দীপিকার লেহেঙ্গা থেকে বাকি পোশাক তো রণবীর পরে, এগুলো উনি পরেননি বুঝি!’  কারোর কথায়, 'খুবই নিম্নরুচির পরিচয়।'

যদিও কিছু লোকজন লিখেছেন, তাঁরাও দীপিকার নিলামে পোশাক কিনেছিলেন, দেখে মনে হয়েছে, সেগুলি বড়জোর তিনি একবারই পরেছেন, আর সেগুলি যথেষ্ঠ ভালো অবস্থাতে নতুনের মতোই নাকি ছিল।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন