দেখতে দেখতে ৩ মাস পূর্ণ করেছে দুয়া। গত ৮ই সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। একরত্তি মেয়েকে নিয়েই এখন ব্য়স্ত নায়িকা। মেয়ের জন্মের পর থেকে বেঙ্গালুরুতে মা-বাবার যত্নেই ছিলেন দীপিকা। গত সপ্তাহে দিলজিৎ-এর কনসার্টের সময় প্রথমবার মা হওয়ার পর জনসমক্ষে এসেছিলেন দীপিকা। আর সোমবার, সপ্তাহের শুরুতেই মেয়ে কোলে মুম্বই ফিরলেন বলিউডের মস্তানি। আরও পড়ুন-হোম ডেলিভারি করে সংসার চালায় স্ত্রী! ‘ব্যর্থতার বোঝা’য় লেখা ছেড়েছেন জয় গোস্বামী, কেমন আছেন কবি?
সেপ্টেম্বরে দীপিকা এবং রণবীর তাদের ছোট্ট পরীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর এই প্রথম মা-মেয়েকে একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল। অবশ্যই মেয়ের মুখ আড়ালেই রেখেছিলেন দীপিকা। মুম্বাই বিমানবন্দরে দীপিকা এবং দুয়ার মিষ্টি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল অভিনেত্রী মেয়েকে তাঁর বুকে আগলে রেখেছেন, বেবি ক্যারিয়ারে রয়েছে খুদে। পাশ দিয়ে কেবল দুয়ার ছোট্ট ধপধপে ফর্সা হাত দুটো দেখা যাচ্ছে। লাল পোশাক ও সানগ্লাসে দীপিকাকে বরাবরের মতোই স্টাইলিশ দেখাচ্ছে, চুলে খোঁপা বেঁধে রেখেছিলেন দুয়ার মা। তবে ভিডিয়োতে দীপিকাকে ছপিয়ে সব লাইমলাইট কাড়ল দুয়া।
রণবীর-দীপিকার রাজকন্যের ছোট্ট দু-হাত দেখেই খুশি ভক্তরা। দীপাবলিতেই মেয়ের নাম প্রকাশ্যে এনেছিলেন দীপিকা-রণবীর। জানিয়েছিলেন, তাঁদের কন্যা সন্তান প্রার্থনার ফল! তাই মেয়ের নাম রেখেছেন দুয়া। সেই নাম নিয়ে কম বিতর্ক হয়নি। কেন মেয়ের হিন্দু নাম রাখেননি,সেই নিয়ে ট্রোলবাহিনীর নিশানায় দীপবীর। অবশ্য সেই বিতর্ককে পাত্তা দেননি নতুন বাবা-মা।
কবে মেয়ের মুখ দেখাবেন দীপবীর? সেই নিয়েও এখনও কোনও তথ্য সামনে আসেনি। ভামিকা আর অকায়কে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিরুষ্কা। ওদিকে সইফিনার পথে হেঁটে রাহার ছবি তোলার উপর কোনওরকম নিষেধাজ্ঞা জারি করেননি রণবীর-আলিয়া। যদিও মেয়ের জন্মের পর প্রথম এক বছর রাহাকে পাপারাৎজিদের থেকে দূরে রেখেছিলেন রণবীর। কোন পথে হাঁটেন দীপিকা, সেটা দেখবার বিষয়।
গত সপ্তাহে দিল-লুমিনাতি ট্যুরের বেঙ্গালুরু কনসার্টে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দীপিকাকে মঞ্চে দেখে চমকে গিয়েছিল ভক্তকূল। নিজের শহরে নিজের শহরে নিজের প্রিয় দিলজিৎ ট্র্যাক লাভারের তালে নাচতেও দেখা যায় দীপিকাকে। এমনকি দীপিকা পাঞ্জাবি সেনসেশনকে কন্নড় ভাষাও শিখিয়েছিলেন। সেটাই ছিল মা হওয়ার পর দীপিকার প্রথম জনসমক্ষে আসা।
রাম-লীলা, বাজিরাও মাস্তানি এবং ৮৩-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন রণবীর-দীপিকা। প্রায় ৫ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে একটি ঘনিষ্ঠ বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন এই অভিনেতা জুটি। গত ফেব্রুয়ারিতে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানা যায়। আপতত মাতৃত্বকালীন ছুটিয়ে রয়েছেন অভিনেত্রী।