সদ্যই মা হয়েছেন দীপিকা পাড়ুকোন, তাও প্রথমবারের জন্য। তাঁদের সংসারে এসেছে তাঁদের মেয়ে। এখন তাঁকে নিয়েই সময় কাটছে এই তারকা দম্পতির। এরই মাঝে অভিনেত্রী জানালেন নতুন মা হিসেবে কোন কোন সমস্যার মুখে তাঁকে পড়তে হচ্ছে। এই লেকচার সিরিজে কী বললেন অভিনেত্রী?
আরও পড়ুন: কেবল রূপসা-সায়নদীপ নন, দেবীপক্ষে গাঁটছড়া বাঁধলেন অহনা-দীপঙ্করও?
মা হওয়ার পর সমস্যা নিয়ে মুখ খুললেন দীপিকা
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ এ লাইভ লাভ লাফ ফাউন্ডেশনের লেকচার সিরিজে আরিয়ানা হাফিংটনের সঙ্গে কথপোকথনের সময় দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর তাঁকে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। স্ট্রেস, ঘুম না হওয়ার কারণে কী কী ফেস করছেন, সেটাই এদিন জানালেন তিনি।
দীপিকা পাড়ুকোন এদিন বলেন, ' যখন ঠিক ভাবে ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে তখন ভুলভাল সিদ্ধান্ত নিই। আর আমার মনে হয় আমি কখনও সখনও সেটা নিজে বুঝতেও পারি। আমি বুঝতে পারি যে দিনগুলোয় আমার ঘুম হয় না, বা নিজের যত্ন নেওয়া হয় না ঠিক করে সেদিনগুলোয় আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। আমি বুঝতে পারি আমার সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে কিছু ক্ষেত্রে।'
এদিন দীপিকা পাড়ুকোন দুঃখ, কষ্ট, রাগ নিয়েও কথা বলেন। জানান, 'এটা একদম স্বাভাবিক। মানুষ মাত্রই তাঁর রাগ, কষ্ট হবে। আর এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছুই শেখায়। কিন্তু এগুলো থেকে তুমি কী শিখছ, পজেটিভলি কীভাবে তাতে রিঅ্যাক্ট করছ সেটাই আসল। কাজের মধ্যে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে।'
প্রসঙ্গত গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ৮ তারিখে প্রথমবারের জন্য বাবা মা হন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাঁদের বিয়ের প্রায় ৬ বছর পর তাঁদের প্রথম সন্তান, তাঁদের মেয়ে ভূমিষ্ট হল। এখনও মেয়ের নাম ঘোষণা করেননি তাঁরা। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন দুজনকেই আগামীতে রোহিত শেট্টির ছবি তথা কপ ইউনিভার্স সিংঘম এগেনে দেখা যাবে।