বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukone: ব্রিটিশ রাজপরিবারের মেগানের পডকাস্টে ভারতীয়দের নামে অভিযোগ দীপিকার, বললেন…

Deepika Padukone: ব্রিটিশ রাজপরিবারের মেগানের পডকাস্টে ভারতীয়দের নামে অভিযোগ দীপিকার, বললেন…

অবসাদ নিয়ে মেগান মার্কলের পডকাস্টে কথা বললেন দীপিকা পাড়ুকোন। 

ডাচেস অফ সাসেক্স মেগান মার্কলের পডকাস্ট শো-তে দীপিকা জানালেন তিনি যখন অবসাদ নিয়ে কথা বলেছিলেন তখন অনেক ভারতীয়ই মনে করেছিল যে তিনি হয় সিনেমা না হয় কোনও ব্র্যান্ডের প্রোমোশনের জন্য এমনটা করছেন। 

Deepika Padukone On Meghan Markle's Podcast Showছ২০১৫ সালে যখন অবসাদ নিয়ে কথা বলেছিলেন দীপিকা পাড়ুকোন তখনও মনের অসুখ নিয়ে কথা বলার এত চল ছিল না। বরং কিছুটা রাখঢাকই ছিল। তাই দীপিকা যখন প্রকাশ্যে নিজের জীবনের সেই লড়াই সামনে এনেছিলেন তখন নড়ে বসেছিল গোটা দেশ। সম্প্রতি লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়ে প্যারিস গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখান থেকেই ভাগ নিতে গিয়েছিলেন ডাচেস অফ সাসেক্স মেগান মার্কলের পডকাস্ট শো-তে। ওখানেই অভিনেত্রী জানান, তিনি যখন অবসাদের কথা বলেছিলেন, অনেকেই ভেবেছিল তা ছিল একটা পাবলিসিটি স্টান্ট। 

দীপিকার তৈরি করা মেন্টাল হেলথ ফাউন্ডেশনের প্রশংসা করেন মেগান, সঙ্গে যেভাবে তিনি অবসাদ নিয়ে সোচ্চার হয়েছেন তারও। আর তখনই অভিনেত্রী জানান, সেইসময়ে তাঁর বলা কথাগুলো যেমন অনেককে শান্তি দিয়েছিল, তেমনই কেউ কেউ ভেবেছিলেন পুরোটাই পাবলিসিটি স্টান্ট। হয় কোনও সিনেমার জন্য নয় কোনও ব্র্যান্ডের প্রোমোশনের জন্য। 

দীপিকা বলেন, ‘ভারতের বেশিরভাগ মানুষের সেইসময় বোধ হয়েছিল তাঁদের কাঁধ থেকে একটা বড় বোঝা নেমে গেছে। অনেকেই স্বীকার করে নিয়েছিলেন মানসিক অসুস্থতার মতো সমস্যা সত্যি আছে। তবে সব ভালো জিনিসের সঙ্গেই কিন্তু একটা সংশয় থেকেই যায়।’

রণবীর-পত্নী আরও বলেন, ‘এরকম মানুষও ছিল যারা ভেবেছিল হয় আমি কোনও সিনেমার প্রচারে এমনটা করছি আর না হয় কোনও ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাকে টাকা দিয়েছে এমনটা করার জন্য। কেউ ভেবেছিল আমি হয়তো খুব শীঘ্রই এরকম ধরনের কোনও ওষুধের বিজ্ঞাপন শুরু করব।’

২০১৪ সাল নাগাদ ধরা পড়ে দীপিকার অবসাদ, যা প্রথম বুঝতে পেরেছিলেন অভিনেত্রীর মা উজ্জ্বলা পাড়ুকোন। বহুবার নিজের সেই লড়াই নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন কীভাবে সেইসময় নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবচেন তিনি, কিছু করতে ইচ্ছে হত না, কান্না পেত তাঁর। আর এটাকে এরিয়ে যেতে তিনি বেশিরভাগ সময় ঘুমোতেন। 

কাজের সূত্রে অভিনেত্রীর পরের ছবি পাঠান, যাতে রয়েছেন শাহরুখ খান আর জন আব্রাহামও। প্রভাসের সঙ্গে তাঁকে দেখা যাবে প্রোজেক্ট কে-তে। 

বন্ধ করুন