বলিউডের এ লিস্টার নায়িকাদের তালিকায় নাম আসে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। নায়িকার ঝুলিতে হিটের সংখ্যা প্রচুর। তবে তাতে অবশ্য ট্রোলারদের মুখ বন্ধ হয় না। সমানে চলতে থাকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া। এখন যেমন অনেকেরই মত পদ্মাবত নায়িকার প্রেগন্যান্সির খবর ভুয়ো, নকল বেবিবাম্প লাগিয়ে ঘুরছেন তিনি।
শহরে নেই রণবীর সিং। অন্তত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং পার্টির কারণে বিলাসবহুল ক্রুজে করে মাঝ সমুদ্রে ঘুরছেন। তবে এবারে সঙ্গে যাননি দীপিকা। বরং তাঁকে, শনিবার রাতে পাওয়া গেল মুম্বইয়ের রাস্তায়, মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে। এছড়াও ছিল অভিনেত্রীর কিছু বন্ধু।
ফ্লাওয়ার প্রিন্টের লং টপ বেছে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে ডেনিম। চুল বাঁধা ছিল খোঁপায়। হবু মায়ের জন্য একেবারে আদর্শ দীপিকার এহেন পোশাক। টপের ম্যান্ডারিন কলার, সামনের বোতাম বন্ধ, পূর্ণ দৈর্ঘ্যের হাতা, রিল্যাক্সড ফিটিং, টায়ার্ড ডিজাইন এবং সাদা রঙের টপটি আরাম এবং স্টাইলের একটি নিখুঁত মিশ্রণ ছিল। আর সঙ্গে সেটি আড়াল করছিল তাঁর বেবিবাম্পকেও।
হিসেবমতো আপাতত সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। নেট-নাগরিকদের অনেকেরই মত, এই সময়ে সাধারণত গর্ভবতী নারীরা একটু মোটা হয়ে যায়। গাল ফুলে যায়। আর দীপিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে শরীর থেকে শুরু করে মুখে, কোথাও এক ফোঁটা মেদ আসেনি। শুধু পেট অর্থাৎ বেবি বাম্পই যা বড় হয়েছে। ফলে ‘নকল বেবি বাম্প’ লিখে কটাক্ষ করতে থাকে একাংশ।
কাজের সূত্রে, দীপিকাকে শেষ দেখা গিয়েছে ফাইটার সিনেমায়। এরপর তাঁর হাতে রয়েছে কল্কি ২৮৯৮ এডি, সিংঘম এগেইন, দ্য ইন্টার্ন-এর মতো প্রোজেক্ট।
পড়াশোনার সঙ্গেই ব্যাঙ্গালোর থেকে মডেলিং আর বিজ্ঞাপনের কাজ শুরু করেন দীপিকা। ২১ বছর বয়সে চলে আসেন পাকাপাকিভাবে মুম্বই। ২০০৬ সালে হিমেশ রেশমিয়ার ‘নাম হ্যায় তেরা’ অ্যালবামের ‘আপ কা সুরুর’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন। সিনেমায় প্রথম কাজ শাহরুখ খানের বিপরীতে। ফারহা খান পরিচালিত ওম শান্তি ওম তাঁকে দেয় খ্যাতি।
২০১৭ সালে রণবীর সিং-এর সঙ্গে সম্পর্ক অফিসিয়াল করেন। যদিও দুজনে ডেট করছিলেন ২০১২ সাল থেকে। এরপর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে চার হাত এক হয়। আর বিয়ের ৬ বছর পর তাঁদের কোল আলো করে আসতে চলেছে প্রথম সন্তান। দম্পতি এর আগেই ঘোষণা করেছেন সেপ্টেম্বর মাসে জন্ম হওয়ার কথা জুনিয়র পাড়ুকোন সিং-এর।