'জওয়ান'-এর সাকসেস পার্টি। ১৫ সেপ্টেম্বর সেখানেই হাজির হয়েছিলেন শাহরুখ খান। কিং খানের চুলে একাধিক বিনুনি, যেগুলো তাঁর ঘাড়ের কাছে গিয়ে মিলেছে। আর পরনে ব্লেজার। শাহরুখকে এভাবে দেখলে যে কোনও মানুষের চোখ আটকে যাবে। দীপিকারও গিয়েছিল। আর তাই হয়ত অনুষ্ঠানে 'বাদশা'কে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন দিপ্পি।
ইতিমধ্যেই শাহরুখ-দীপিকার ওই ছবি নেট দুনিয়ায় ভাইরাল। অনেকেই নেটপাড়ায় এটা নিয়ে রণবীর সিং-এর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। কেউ কেউ লিখেছিলেন, ‘রণবীরের নিশ্চয় খুব হিংসে হচ্ছে!’ কিং খানকে বউ-এর চুমু খাওয়ার বিষয়টি নজর এড়ায়নি রণবীর সিং-এরও। প্রকাশ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর। 'জওয়ান'-এ ছলেয়া গানের লাইন ধার করেই প্রতিক্রিয়া জানিয়েছেন দীপিকার স্বামী। রণবীর লেখেন, ‘ইশক মে দিল বনা হ্যায়, ইশক মে দিল ফনা হ্যায়’। এদিন শাহরুখের পাশাপাশি সাদা শিফন শাড়িতে নজর কেড়েছিলেন দীপিকাও। আর সেকারণেই হয়ত রণবীরও দীপিকার প্রতি প্রেম জাহির করলেন এভাবে…
আরও পড়ুন-৪ বছর ‘জওয়ান’এর কলাকুশলীরা মুম্বইয়ে আটকে, অ্যাটলির বাচ্চাও এখানে হয়ে গেল: শাহরুখ
শাহরুখ এবং দীপিকার বন্ধুত্বটা যে বেশ মজবুত তা আর বলার অপেক্ষা রাখে না। কেরিয়ারের শুরু থেকে দীপিকার সঙ্গে রয়েছেন শাহরুখ। সমস্ত ওঠাপড়ায় একে অন্যের পাশে থেকেছেন। সম্প্রতি তাঁদের এই বন্ধুত্ব এবং সম্পর্ক নিয়ে মুখ খুললেন দিপ্পি।
‘দ্য উইক’কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন তাঁরা একে অন্যের লাকি চার্ম। একে অন্যের প্রতি তাঁদের অধিকারবোধ আছে ভীষণ রকম। তিনি আরও জানান যে শাহরুখ যে কয়েজনের সামনে অত্যন্ত দুর্বল তিনি তাঁদের একজন। তাঁরা যেমন একে অন্যকে অত্যন্ত বিশ্বাস করেন, তেমন শ্রদ্ধাও করেন। আর তার সঙ্গে ভাগ্যটা যেন তাঁদের সম্পর্কের ক্ষেত্রে চেরি অন দ্য টপ।
প্রসঙ্গত, শাহরুখ খানকে জওয়ান ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। একদিকে কিং খান ভারতীয় সেনা অফিসার বিক্রম রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন, আরেকদিকে তাঁরই ছেলে আজাদের চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে দীপিকাকে বিক্রমের স্ত্রী এবং আজাদের মায়ের চরিত্রে ‘জওয়ান’ ছবিতে দেখা যাচ্ছে।