রালিয়ার পর দীপবীরের কোল আলো করে এল কন্য়া সন্তান। বিয়ের ছ'বছরের মাথায় প্রথম সন্তানের জননী হলেন দীপিকা পাড়ুকোন। গণেশ চতুর্থীর দিন বাপ্পার আর্শীবাদ নিতে পৌঁছেছিলেন রণবীর-দীপিকা। এরপর মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। সেখানেই রবিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। আরও পড়ুন-রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের
কন্যা সন্তান জন্মের খবর এদিন দুপুর ১টা নাগাদই সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে তারকা দম্পতি বিকাল গড়াতেই সেই বার্তা ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন। পোস্টে রয়েছে একটি সোনালি রঙের রিবন। মাঝখানে লেখা- ‘ওয়েলকাম বেবি গার্ল!!’ নীচে রণবীর-দীপিকার নান ও আজকের তারিখ লেখা রয়েছে।
মাত্র আধ ঘণ্টাতেই এই পোস্টে লক্ষাধিক মানুষের প্রতিক্রিয়া। তবে এর মধ্যে সবচেয়ে নজরকাড়া আলিয়া ভাটের মন্তব্য। একটা সময় দীপিকা পাড়ুকোন ডেট করেছেন আলিয়ার স্বামীকে। কিন্তু দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব দেখবার মতো। বরের প্রাক্তন প্রেমিকার মা হওয়ার খবরে রীতিমতো ইমোশন্যাল আলিয়া। দীপিকার ইনস্টা পোস্টে একগুচ্ছে ইমোশন্যাল কান্নার ইমোজি, সেলিব্রশনের ইমোজি এবং লাল হৃদয় যোগ করেন আলিয়া।
বলিউডের শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে নতুন বাবা-মা'র জন্য। অর্জুন কাপুর লিখেছেন, ‘ঘরে লক্ষ্মী এসেছে’। সইফ পুত্র ইব্রাহিম, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যাননরা ‘অভিনন্দন’ বার্তা দিয়েছেন। রণবীর-দীপিকা তাঁদের পোস্টে মেয়ের নাম উল্লেখ করেননি। ফ্যানেরা বেজায় আগ্রহী খুদে পরীর নাম জানতে।
২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন। এটি ছিল রণবীর এবং দীপিকা উভয়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে জন্য একটি দ্বৈত অনুষ্ঠান। তাঁদের প্রথমে একটি দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে হয়েছিল, তারপরে একটি আনন্দ কার্য অনুষ্ঠান হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে গর্ভবতী হওয়ার ঘোষণা করেছিলেন এই জুটি।
কেরিয়ারের নিরিখেও এই মুহূর্তে বেশ ভালো জায়গায় রয়েছেন দীপিকা এবং রণবীর। ২০২৩ সালে দীপিকার দু’টি ছবি মুক্তি পেয়েছিল। ‘জওয়ান’ এবং ‘পাঠান’। দু’টিই সুপারহিট। এর পরে চলতি বছরে মুক্তি পেয়েছে দীপিকার আরও দু’টি ছবি। ‘ফাইটার’ এবং ‘কল্কি’। ফাইটারের ভরাডুবি হলেও কাল্কি ভালো ব্যবসা করেছে। আগামিতে সিংহম এগেনে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা।
ওদিকে রণবীরের হাতে সিংহম এগেন ছাড়াও রয়েছে ধুরন্ধর, ডন ৩-র মতো প্রোজেক্ট।