বাংলা নিউজ > বায়োস্কোপ > কপিলের স্ত্রী রোমিকে দেখে দীপিকার চরিত্রের কথা মাথায় এসেছিল প্রথম: কবীর খান

কপিলের স্ত্রী রোমিকে দেখে দীপিকার চরিত্রের কথা মাথায় এসেছিল প্রথম: কবীর খান

কবীর খান-দীপিকা পাড়ুকোন-রণবীর সিং

৮৩ ছবির একটি গ্র্যান্ড প্রিমিয়ার হবে আগামী ২২ ডিসেম্বর। ভারতীয় বিজয়ী দল অংশগ্রহণ করতে পারেন।

কবীর খান পরিচালিত '৮৩'। আর মাত্র কয়েকদিন। তারপরেই বড়পর্দায় আসতে চলেছে এই ছবি। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ের যাত্রার খুঁটিনাটি, অজানা সব রোমহর্ষক ঘটনা নিয়ে তৈরি। ১৯৮৩ সালে লর্ডসের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সোনালি ইতিহাস গড়েছিল ভারত। ইতিহাসের পাতা থেকে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের সেই কাহিনি এবার রুপোলি পর্দায় নিয়ে আসছেন পরিচালক।

একে ভারতের বিশ্বকাপ জয়-এর মত ঐতিহাসিক ঘটনা নিয়ে ছবির প্রেক্ষাপট, তার উপর মুখ্যচরিত্রে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সদ্য ছবি সম্পর্কে ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক কবীর খান জানিয়েছেন, ৮৩ লেখার সময় দীপিকার ভূমিকার কথা মাথায় ছিলনা তাঁর। কপিল দেবের স্ত্রী রোমির সঙ্গে প্রথমবার দেখা করে তাঁর মনে হয়েছিল, ‘রোমিকে ছাড়া কপিল দেব অসম্পূর্ণ’। 

পরিচালকের কথায়, রোমি যেন কপিলের অন্যতম শক্তির উৎস। তাই তিনি দীপিকার কাছে গিয়েছিলেন, অবশেষে 'হ্যাঁ' বলেছিলেন অভিনেত্রী। আগামী ২২ ডিসেম্বর মুম্বইয়ের PVR-এ ছবির একটি গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। PVR-এর কোন স্টেজে এটি প্রিমিয়ার হবে তা আপাতত গোপন রাখা হয়েছে।

সবচেয়ে বড় খবর হল ১৯৮৩ সালে বিশ্বকাপ দলের প্রত্যেক ক্রিকেটার উপস্থিত থাকতে পারেন ছবির প্রিমিয়ারে। রণবীর সিং এবং দীপিকা সহ ৮৩-ছবির পুরো কাস্টও উপস্থিত থাকবেন। ৮৩ প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, কবির খান এবং মধু মান্তেনা। ১৯৮৩ সালের টুর্নামেন্টে ভারতের জয়ের অন্যতম স্তম্ভ ছিলেন যশপাল শর্মা। ২০২১ সালের ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। 

 

বন্ধ করুন