পৌষ শেষ, ফের শুরু হয়েছে বিয়ের মরশুম। আর বিয়ে বাড়ি মানেই তো শাড়ি। কিন্তু এই ঠান্ডায় শাড়ি পরা অনেকের কাছেই বেশ কঠিন। তবু মন তো মানতে চায় না, তাই ঠান্ডাকে উপেক্ষা করেনই বেশির ভাগ মেয়েরা বিয়ে বাড়িতে শাড়ি পরেন। তবে এবার আর এত কষ্ট করতে হবে না। শীতে শাড়ি পড়েও কীভাবে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারেন সেই টিপসই দিলেন দীপিকা পাডুকোনের স্টাইলিস্ট ডলি জৈন।
তবে শুধু দীপিকা নয়, ক্যাটরিনা কাইফ, সোনম কাপুর -সহ বহু বলি তারকাকে শাড়ি পরিয়ে থাকেন ডলি। তিনি জানালেন শীতের মরশুমে গরম পোশাকের সঙ্গে শাড়ি পরে কীভাবে সকলকে তাক লাগিয়ে দেওয়া যায়।
আরও পড়ুন: 'বিছানায় একজন পুরুষ চাই', টাবুর মুখে কথা বসিয়ে তাঁকে অপমান! প্রতিবাদের যা করল নায়িকার টিম
এইচটি লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে আই অ্যামের প্রতিষ্ঠাতা ও সেলিব্রিটি ড্রেপার ডলি জৈন বলেন, ‘শীতকালে শাড়ি না পরার কোনও কারণ নেই। যদি ইচ্ছে থাকে তবে আগেকার দিনের মতো গরম পোশাকের সঙ্গে শাড়ি পরেও নজর কাড়তে পারেন। সহজেই ফ্যাশনেবল হয়ে উঠতে পারে।’
তিনি মোট দশটি শাড়ি পরার ধরন ভাগ করে নিয়েছেন। দেখে নিন:-
জ্যাকেটের সঙ্গে শাড়ি
যাঁরা লম্বা তাঁদের এটি বেশি ভালো লাগবে। জ্যাকেট বা একটি স্টাইলিশ শ্রাগ শাড়ির সঙ্গে পরতে পারেন। এটি একটি আধুনিক ফিউশন টুইস্ট নিয়ে আসে, শীতের সন্ধ্যার জন্য উপযুক্ত। এই ভাবে সাজলে আপনি ভিড়ের মধ্যেও আলাদা করে নজর কাড়বেন।
ড্রেপিং স্টাইল:
আপনার শাড়িটি ধুতি স্টাইলে পরতে পারেন। এটা অনেকটা কভারেজ দেয়। পাশাপাশি এটি ট্রেন্ডিংও। এই ভাবে শাড়ি পরলে খুব একটা ঠান্ডাও লাগবে না।
আরও পড়ুন: 'বাবার মতো হয়ে আছে চোখটা…' সন্তুর মতো মেয়ে ভেবলিও 'লক্ষ্মী ট্যারা', লিখলেন স্বস্তিকা
ভারী কাপড় বেছে নিন:
শীতের শাড়ি পরার জন্য মখমল, উল বা ব্রোকেড বেছে নিতে পারেন। এই ধরনের শাড়ি খুব জাঁকজমকপূর্ণ না হলেও বেশ ক্লাসি লুক দেয়, সঙ্গে ঠান্ডা থেকেও বাঁচা যায়।
স্টাইলিশ শাল:
যে কোনও শাড়ির সঙ্গে কাশ্মিরী বা পশমিনা শাল একটি দুর্দান্ত সংযোজন। এটি আপনার কাঁধের উপর থেকে ঢেকে রাখতে, তাতে ঠান্ডাও লাগে না, পাশাপাশি বেশ অন্য রকমের দেখায়।
টার্টলনেক বা থার্মাল ব্লাউজ:
শাড়ির সঙ্গে টার্টলনেক বা থার্মাল ব্লাউজ পরতে পারেন। এটি আপনার শাড়িটি উজ্জ্বল্য বাড়িয়ে তুলবে, পাশাপাশি আপনাকে গরমও রাখবে।
পা ঢাকা জুতো:
স্টাইলিস বুট বা পা ঢাকা জুতো পরতে পারেন। এতে পা গরম থাকবে আর পা গরম থাকলে শরীরও বেশ গরম থাকবে।
ফুল-হাতা ব্লাউজ:
সিল্ক বা সুতির মতো কাপড়ের সঙ্গে ফুল-হাতা ব্লাউজ পরতে পারেন। এটি শরীর গরম রাখবে। পাশাপাশি চেহারার মধ্যেও একটা গাম্ভীর্য আনবে। আরও ব্যক্তিত্বময়ী দেখাবে আপনাকে।
কার্ডিগান লেয়ারিং:
জ্যাকেটের নীচে বা আপনার ব্লাউজের উপরে হালকা ওজনের কার্ডিগান পরতে পারেন। এক্ষেত্রে এটি শাড়ির সঙ্গে রঙ মিলিয়েও পরতে পারেন এতে দারুণ দেখাবে।
গ্লাভস অ্যাকসেসরাইজ:
চামড়া এবং উলের স্টাইলিস গ্লাভস ব্যবহার করতে পারেন। ঠান্ডা থেকে রক্ষা পাবেন, সঙ্গে শাড়ি সঙ্গে মিলে বেশ অন্যরকম একটা লুক তৈরি হবে। যা আপনাকে সবার থেকে আলাদা করে দেবে।
ভারী গয়না:
শীতে ভারী নেকলেস, বড় কানের দুল ব্যবহার করতে পারেন। এগুলি কেবল সুন্দর দেখাবে না সঙ্গে আপনাকে ঘাড় এবং কাঁধের চারপাশেও অতিরিক্ত কিছুটা উষ্ণতা দেবে।