গতবছর পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় আইকন হিসেবে নিযুক্ত ছিলেন পঙ্কজ ত্রিপাঠি। গত বছর স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন তিনি। আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট প্রসঙ্গে সকলকে ভোট দিতে যাওয়ার জন্য অনুরোধ করেন অভিনেতা।
পঙ্কজ বলেন, ভোটের দিনটিকে অনেকে ছুটির দিন বলে ভেবে নেন। তবে এই দিন বাড়িতে না বসে থেকে প্রত্যেকের উচিত ভোট দিতে যাওয়া। ভোট দেওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে তাই প্রত্যেকের উচিত নিজের মনোনীত ব্যক্তিকে ভোট দেওয়া।
আরও পড়ুন: কাটছাঁট করে একেবারে রেডি, আসছে হিমেশ রেশমিয়ার নতুন সিনেমা ‘ব্যাডঅ্যাস রবি কুমার’
আরও পড়ুন: নায়িকা যখন দায়িত্বশীল মা! ক্যামেরার ঝলকানি থেকে মেয়ে মালতিকে বাঁচাতে যা করল প্রিয়াঙ্কা
অভিনেতা বলেন, এটি হল আমাদের সবথেকে বড় অধিকার। আমি যখন নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করেছিলাম, তখন অন্যান্য কাজের মধ্যে আমাদের একটি কাজ ছিল সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া যাতে মানুষ ভোট দিতে আসে। নির্বাচন কমিশনের সদস্য না হলেও এখনও আমি চাই সকলের মধ্যে সেই সচেতনতা যাতে ছড়িয়ে পড়ে।
ব্যক্তিগত একটি অভিজ্ঞতা শেয়ার করে অভিনেতা বলেন, যখনই ভোট হয় তখনই আমি ছুটি নিয়ে ভোট দিতে যাই। কিন্তু আমার পরিচিত কিছু অভিনেতাদের সঙ্গে কথা বলে বুঝতে পারি তাঁরা ভোট দিতে যান না। দিনটিকে ছুটির আমেজে কাটিয়ে দেন। এটা একেবারেই উচিত নয়। ভোট দিতে না যাওয়া কোনও গর্বের বিষয় নয়, সকলের উচিত ভোট দেওয়া। যাকে ইচ্ছা দিন, তবু দিন।
আরও পড়ুন: 'টেক্কায় অনেক লুপহোল আছে', নিজের ছবির খুঁত ধরিয়ে কী বললেন সৃজিত?
আরও পড়ুন: তৃণার কামব্যাকে সিলমোহর! স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোয় থাকল আর কোন চমক?
নতুন ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, এই বছর ১৮ বছর বয়সী তরুণ তরুণীদের ভোটার তালিকায় যুক্ত করা হবে। এটি এমন একটি অধিকার যা মানুষ পাঁচ বছরে একবার ব্যবহার করতে পারে। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আগামী দিনের পরিবর্তনের কথা মাথায় রেখে অবশ্যই ভোট দিন, এটি আপনার নৈতিক কর্তব্য।