বাংলা নিউজ > বায়োস্কোপ > Derek O'Brien: 'যা আমরা পারেনি সেটাই...' পাঠানের পিঠ চাপড়ে সরকারকে বিদ্রুপ ডেরেকের

Derek O'Brien: 'যা আমরা পারেনি সেটাই...' পাঠানের পিঠ চাপড়ে সরকারকে বিদ্রুপ ডেরেকের

পাঠানের পিঠ চাপড়ে সরকারকে বিদ্রুপ ডেরেকের

Derek O'Brien: পাঠানের প্রশংসা এবার ডেরেক ও'ব্রায়েনের মুখে। রাজ্য সভায় বসেই তিনি শাহরুখের নতুন ছবি পাঠানের গুণগান করলেন। বললেন ছবিতে একটি দারুণ বার্তা দেওয়া হয়েছে।

পাঠান ছবির প্রশংসা এবার শোনা গেল তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও'ব্রায়েনের মুখে। রাজ্য সভায় তিনি এই ছবির প্রশংসা করে বলেন শাহরুখের সদ্য মুক্তি পাওয়া ছবি পাঠানে খুব সুন্দর একটা বার্তা দেওয়া হয়েছে।

রাজ্য সভায় রাষ্ট্রপতির উদ্যোগে করে যে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান চলছিল সেখানেই অংশ নিয়েছিলেন ডেরেক। এই অনুষ্ঠানেই তিনি গোটা পাঠান ছবির কলাকুশলীদের, টিমকে শুভেচ্ছা জানান। বাহবা দেন।

তিনি বলেন, 'খুব ভালো কাজ হয়েছে সিদ্ধার্থ আনন্দ। খুব ভালো ভারতের সব থেকে বড় গ্লোবাল অ্যাম্বাসেডর। যারা এই ছবি বানিয়েছেন তাদেরকেও শুভেচ্ছা। আমরা যেটা বাস্তবে করে দেখাতে পারিনি, বোঝাতে পারিনি সেটা এই ছবিতে শাহরুখ খান, ডিম্পল কাপাডিয়া, জন আব্রাহাম করে দেখিয়ে দিয়েছেন। আমরা ওদের থেকে শিখলাম। ভারতের সেরা গ্লোবাল অ্যাম্বাসেডরকে ঘাঁটাতে যাবেন না। আপনারা দর্শককে বলিউড বয়কট করতে বললেন, আর উত্তরে ওরা এমন দারুণ মেসেজ যুক্ত ছবি দেখিয়ে দিল।'

ফলে এই তৃণমূল নেতার কথা থেকে এটা স্পষ্ট যে তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে আদতে বিজেপি সরকারকে ঠুকলেন। কারণ এই ছবিটি বর্তমানে দর্শকদের থেকে ভালো সাড়া পেলেও। বক্স অফিসে রাজ করলেও গত বছর যখন এই ছবির বেশরম রং গানটি মুক্তি পেয়েছিল তখন নানা বিতর্ক তৈরি হয়েছিল ছবিটা নিয়ে।

ডেরেক ও'ব্রায়েন একই সঙ্গে সরকারকে দায়ী করেন যে সরকার একাধিক সংগঠন ব্যবহার করছে তাদের বিরোধীদের বিরুদ্ধে, তাদের দমাতে। তিনি স্পষ্ট ভাবেই বলেন, 'তোমার বিরোধীদের জন্য এক নিয়ম আর তোমার বন্ধুদের জন্য এক নিয়ম, এটা তো হতে পারে না তাই না?'

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠান। এখানে মুখ্য ভূমিকায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, এবং জন আব্রাহামকে দেখা যাচ্ছে। এই ছবিটি ইতিমধ্যেই মাত্র ১২ দিনে বিশ্বজুড়ে ৮৪৯ কোটি টাকা কামিয়ে নিয়েছে।

বন্ধ করুন