কিছুদিন আগেই নিজের ফ্যাশন হাউজের ২৫ তম বর্ষ উপলক্ষে একটি বিরাট বড় পার্টির আয়োজন করেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়। বলিউডের মাটিতে একজন বাঙালি ফ্যাশন ডিজাইনার হিসেবে বছরের পর বছর তিনি যেভাবে রাজ করেছেন, তা সত্যি প্রশংসার যোগ্য। সব্যসাচী মানেই ইউনিক কিছু পোশাক, তবে সব্যসাচীর হাতে তৈরি বিপাশা ব্লাউজ নববধূদের প্রথম পছন্দ। জানুন এই ব্লাউজ তৈরির পেছনের মজার গল্পটি।
বেশ কয়েক বছর আগে বিপাশা ব্লাউজ সম্পর্কে প্রশ্ন করায় সব্যসাচী মুখোপাধ্যায় জানিয়েছিলেন এই ব্লাউজটি তৈরি করার পেছনের গল্প। সব্যসাচী বলেছিলেন, মনি রত্নম পরিচালিত রাবণ সিনেমার অডিশনের জন্য এই ব্লাউজ বানানো হয়েছিল বিপাশার জন্য। আমি বিপাশাকে বনি বলে ডাকতাম। সিনেমার একটি বিশেষ দৃশ্যের কথা মাথায় রেখে ব্লাউজটি তৈরি করা হয়। পরবর্তীকালে বিপাশা এই সিনেমায় অভিনয় না করায় ব্লাউজটি সিনেমায় ব্যবহার করা হয়নি।
সব্যসাচী আরও বলেন, ব্লাউজটির সাহসী নেকলাইন, হাতের অসামান্য ডিজাইন একজন মেয়ের গোটা লুক পাল্টে দেয়। সিনেমায় ব্লাউজটি ব্যবহার করতে না পারায় আমি এটি আমার ফ্যাশন হাউজের আউটলেটে রেখে দি। নাম দিই বিপাশা ব্লাউজ। তারপর হঠাৎ করেই এই ব্লাউজটি ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠে। নববধূরা এই ডিজাইনের ব্লাউজ নিজের বিয়েতে পরতে আগ্রহ দেখান।

বিপাশা ব্লাউজ একসময় এমন জনপ্রিয় হয়ে উঠেছিল যে বছরে প্রায় ২৫ হাজার থেকে ৩০ হাজার পিস বিক্রি হয়েছিল এই বিশেষ ব্লাউজটি। একসময় এটি পরতে বিশেষ সাহসের প্রয়োজন হত তবে এখন প্রায় প্রত্যেকেই এই ধরনের ব্লাউজ পরতে স্বচ্ছন্দ বোধ করেন। এখনও পর্যন্ত ২৫০,০০০ পিস বিপাশা ব্লাউজ বিক্রি হয়েছে সব্যসাচীর ফ্যাশন হাউস থেকে।
বিপাশার নামে ব্লাউজটা তৈরি করা হলেও প্রথমে এই ব্লাউজের জনপ্রিয়তা সম্পর্কে অজ্ঞাত ছিলেন বিপাশা নিজেই। নিজের বিয়ের আউটফিট দেখার জন্য তিনি সব্যসাচীর ফ্যাশন হাউসে গিয়ে আচমকাই চমকে ওঠেন নিজের নামাঙ্কিত ব্লাউজ দেখে। বলাই বাহুল্য তিনি নিজেও বিপাশা ব্লাউজ পরেছিলেন নিজের বিয়েতে।