'পুষ্পা ২: দ্য রুল' বক্স অফিসের নানা রেকর্ড ভেঙেছে। মাত্র ৬ দিনে বিশ্বব্যাপী এই ছবি ১০০০ কোটি-এর গণ্ডি পাড় করেছে। আল্লু অর্জুনের স্টারডম এখন গগনচুম্বী। একটি প্রতিবেদন অনুসারে তিনি নাকি এই ছবির জন্য ভারতীয় মুদ্রায় ৩০০ কোটি টাকা আয় করেছেন। কিন্তু জানলে আশ্চর্য হবেন তার সত্ত্বেও, তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা নন। জানেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে?
তিনি হলেন বলিউডের কিং। চার বছর পর দারুণ ক্যামব্যাকের মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন নায়ক। ৯০ -এর দশকের র্যোমান্টিক হিরো হলেও এখন তিনি পুরো দস্তুর অ্যাকশন হিরো। কি আন্দাজ করতে পেরেছেন এখানে কার কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউডের বাদশা শাহরুখ খান।
হলিউড রিপোর্টার ইন্ডিয়া সম্প্রতি প্রকাশ করেছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা। 'পুষ্পা ২'- এর সাফল্য আল্লু অর্জুনকে এই তালিকার শীর্ষ স্তরে নিয়ে যাওয়া সত্ত্বেও, এক নম্বর স্থানটি এখনও শাহরুখ খানের। এখন তাঁর ক্যারিয়ারে একটি অসাধারণ দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে।
আরও অড়ুন: স্ত্রীয়ের ইচ্ছেপূরণে শাহরুখের মন্নত-এ আসছে বিরাট বদল! জানেন কত কোটি টাকা খরচ করবেন বাদশা?
রিপোর্ট অনুসারে, এসআরকে 'পাঠান'- এ ছবির লাভের 55 শতাংশ নিজের পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা। আর এই পারিশ্রমিকই তাঁকে ভারতের সর্বোচ্চ বেতনভোগী অভিনেতা করে তুলেছে। যদি তিনি জওয়ান' -এর জন্য পারিশ্রমিক পেতেন তবে তা আরও বেশি হত। কিন্তু সেই ছবির প্রযোজক হিসেবে তিনি তাঁর নিজের পারিশ্রমিক মুকুব করেছিলেন।
আরও অড়ুন: ‘বাবা হলে বুঝবি, বলতেন বাবা-মা…’ মেয়ে নবন্যার জন্মদিনে আবেগঘন পোস্ট জিতের
নিবন্ধটি অন্যান্য ভারতীয় তারকাদের উপার্জনও তুলে ধরেছে। সলমন খান স্যাটেলাইট এবং ডিজিটাল অধিকার থেকে প্রায় ২০০ কোটি টাকা আয় করেন। আমির খান লাভের 60 শতাংশ নেন। অন্যদিকে, হৃতিক রোশন প্রতি ছবিতে ১০০ কোটি টাকা আয় করেন। অক্ষয় কুমার, অজয় দেবগন এবং রণবীর কাপুর ছবি প্রতি 70-80 কোটি টাকা আয় করেন। দক্ষিণের রজনীকান্ত, বিজয়, প্রভাস এবং রাম চরণও ছবি প্রতি প্রায় ১০০ কোটি টাকা আয় করেন। তবে কিছু কিছু ক্ষেত্রে রজনীকান্ত এবং বিজয় ২০০ কোটির বেশি আয় করেছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, 'পুষ্পা ২'- এর টিমের রিপোর্ট অনুসারে, ছবিটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ভারতীয় মুদ্রায় ২৯৪ কোটি টাকা আয় করেছে। এই বিশাল কালেকশন নিয়ে 'পুষ্পা ২' বলিউডে শাহরুখ খানের 'জওয়ান' -এর প্রথম দিনের রেকর্ডও ভেঙে দিয়েছে। এটি ‘আরআরআর' -এর ১৫৬ কোটি টাকার রেকর্ড ভেঙ্গে সর্বকালের বৃহত্তম ডোমেস্টিক ওপেনার সিনেমা হয়ে উঠেছে।
সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকারস এবং মুত্তামসেটি মিডিয়া দ্বারা প্রযোজিত এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন। তিনি ছাড়াও এই ছবিতে ‘শ্রীবল্লী’র ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দন্না এবং ফাহাদ ফাসিল রয়েছেন 'ভানওয়ার সিং শেকাওয়াত'-এর ভূমিকায়।
'পুষ্পা'-এর প্রথম পার্টে প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য অল্লু অর্জুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সুকুমার পরিচালিত 'পুষ্পা'-এর প্রথম অংশে লাল চন্দন কাঠের চোরাচালানের পটভূমিতে গল্প দেখানো হয়েছিল।