লোকসভা নির্বাচনের আগে বির্তক উসকাতেই ঘাটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন দেব। শুধু তাই নয় মোট তিনটি কমিটি থেকে তিনি সেই সময় ইস্তফা দিয়েছিলেন। একই সঙ্গে ইঙ্গিত দেন যে তিনি আর নির্বাচনে লড়বেন না। শুধুই কি তাই দেবের একের পর এক মন্তব্য নিয়েও শুরু হয় জল্পনা। যদিও শেষ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর কথা মেনে তৃণমূলের হয়েই এবার লোকসভা নির্বাচনে লড়াই করেন এবং বিজেপির প্রতিনিধি হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে তৃতীয়বারের জন্য এমপি হন। ঘাটালের সাংসদ হন তিনি। আর তার কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের আগে যে পদে ইস্তফা দিয়েছিলেন সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়ে বসলেন আবার।
কী জানা গিয়েছে?
রাজ্য সরকারের তরফে জারি করা একটি নির্দেশিকায় জানানো হয়েছে দেব ঘাটাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে আবারও নিযুক্ত হয়েছেন। জানা গিয়েছে শীঘ্রই দেব এই পদের দায়িত্ব নেবেন।
এই বিষয় নিয়ে রামপদ মান্না অর্থাৎ দেবের এক প্রতিনিধি জানিয়েছেন, 'রাজ্য থেকে নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। দেব খুব শীঘ্রই এই পদের দায়িত্ব গ্রহণ করবেন।'
কেন দেব পদত্যাগ করেছিলেন?
লোকসভা নির্বাচনের কিছু আগে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়, আর সেটাকেই হাতিয়ার করে দেবের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এই বিতর্ক উসকাতেই দেব রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দেন। সেই সময় বিজেপির তরফে জানানো হয়েছিল যে অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেটা তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের। যদিও তিনি সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন।
আরও পড়ুন: বক্স অফিসে জিরোর ভরাডুবি প্রভাব ফেলেছিল শাহরুখ আনন্দের সম্পর্কেও? কী জানালেন প্রযোজক?
দেবের আগামী কাজ
দেবকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, প্রমুখ। এছাড়া শীতের ছুটিতে আসবে তাঁর আরেক ছবি খাদান। সেখানে তাঁর সঙ্গে থাকবেন যিশু সেনগুপ্ত। অন্যদিকে সদ্যই তাঁর এবং অভিজিৎ সেনের জুটির চতুর্থ ছবির কথা ঘোষণা করা হয়েছে। এই ছবির নাম প্রতীক্ষা। এখানে দেবের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। তিনি বাংলাদেশের অভিনেত্রী। থাকবেন মিঠুন চক্রবর্তীও।