সিনেমা মুক্তির আগে মন্দিরে গিয়ে পুজো দিতে এর আগেও দেখা গিয়েছে অভিনেতা-বিধায়ক দেবক। এমনকী, ব্যোমকেশ মুক্তির আগে তো সোজা গর্ভগৃহে ঢুকে গিয়ে ‘নিয়ম ভাঙা’র অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার তাঁকে দেখা গেল তারাপীঠে মায়ের পুজো দিতে। হলুদ পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরে দর্শনে এসেছিলেন তিনি। এবারেও প্রবেশ করলেন তিনি মন্দিরের গর্ভগৃহে, করলেন আরতি।
দেখা গেল তারাপীঠ মন্দির চত্বর ভিড়ে থিকথিক করছে। এদিন দেবের সঙ্গে দেখা গেল তাঁর খাদান সহ-অভিনেত্রী ইধিকা পালকেও। হাতে পুজোর ডালা, চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট। বহুদিন পর এক্কেবারে কমার্শিয়াল ঘরনার ছবিতে কাজ করেছেন। আর সবচেয়ে বড় কথা, হোম প্রোডকশনে তৈরি এই সিনেমাতেও টাকাও ঢেলেছেন প্রচুর। আপাতত তাই শুধুই মুক্তির অপেক্ষা। খাদান সিনেমা হলে আসছে ২০ ডিসেম্বর।
আরও পড়ুন: ‘আমরা একসঙ্গে আছি…’! সিঁথিতে সিঁদুর, প্রিয়জনের মৃত্যুর মাঝে রুবেলের পাশে এয়ো লুকে শ্বেতা
খনি অঞ্চলের গল্পই ফুটে উঠবে খাদান-এ। দ্বৈত চরিত্রে দেখা যাবে দেবকে। এছাড়াও রয়েছেন যিশু। গ্রে শেডের চরিত্রে তিনি। নায়িকা হিসেবে ইধিকা পাল ও বরখা বিস্ত। দুর্গাপুর প্রোমোশনে এনার্জিতে ভরপুর ছিলেন তিনি। খাদানের গানের তালে নাচেন অভিনেতা। খাদানের ডায়লগও আউড়ে দেব বলেন, 'সর্দার হওয়া এত সহজ নয়, যে একা সব সহ্য করে সেই সর্দার হয়।' দুর্গাপুর থেকে খাদানের শ্যুট শুরু হয়েছিল, তাই সেখান থেকেই গোটা টিম শুরু করে প্রচার। একেবারে খাদানের পোস্টার সাঁটা বাসে করে, সেখানে পৌঁছেছিল গোটা টিম।
আরও পড়ুন: আরজি কর ঝড় কমতেই ‘নাচনকোদন’-এর অভিযোগ আনল কুণাল! কিঞ্জল বলছে, ‘অভিনয় করি কারণ…’
ইতিমধ্যেই একের পর এক মুক্তি পেয়েছে এই ছবির গান ও প্রি-ট্রেলার। দর্শকদের মধ্যে যথেষ্ঠ উন্মাদনাও লক্ষ্য করা গিয়েছে। খাদানের প্রি-ট্রেলার লঞ্চে দেবকে বলতে শোনা গিয়েছিল, ‘আমরা শ্যুটিংয়ে যাওয়ার আগে আড়াই বছর ধরে ঘষামাজা করেছি গল্পটা নিয়ে। লোকেশন কী হবে.. লোকেশনগুলো আদৌ পাওয়া যাবে কি না.. সব আলোচনা করেছি। ৪০০ ফুট নিচে গিয়ে ছবিটার শ্যুটিং করেছি।’
এদিকে বৃহস্পতিবারই রটে যায় দেব আর রুক্মিণীর নাকি ‘ঝামেল হয়েছে’। কারণ দেবকে ইনস্টাগ্রামে আনফলো করে দিতে দেখা যায় রুক্মিণীকে। যদিও অভিনত্রী জানান, তাঁর সোশ্যাল মিডিয়া সামলায় তাঁর টিম। তিনি জানেনও না এরকম কিছু হয়েছে বলে। যা স্বস্তি দেয় দেব-রুক্মিণী জুটির ভক্তদের।