বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev Vs Kunal: ‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’ দেবকে পাল্টা আক্রমণ কুণালের

Dev Vs Kunal: ‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’ দেবকে পাল্টা আক্রমণ কুণালের

কুণাল ঘোষ-দেব

‘দেব অধিকারী, দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট।যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।’

৬ মাসের ব্যবধানে একই স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন হয়েছে দু'বার। একবার উদ্বোধক খোদ মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার সাংসদ, অভিনেতা দেব। আর তা নিয়েই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে দেবের তরজা। শুরুতে আক্রমণটা অবশ্য কুণাল ঘোষের তরফেই আসে।

শনিবার সকালে দেবকে আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করে বসেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, ‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ১২ মার্চ, ভার্চুয়ালি। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪/৯ ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CMএর নাম পাল্টে MP।সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক! অভিনন্দন দেব।’

কুণাল ঘোষের এই আক্রমণের জবাব দিয়ে পাল্টা জবাবও দেন দেব। তিনি লেখেন, ‘নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল।’

দেব থামেননি, তিনি আরও লেখেন, ‘শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপারস্পেশিটি হাসপাতালে ডায়ালিসিস এর পরিষেবা আরম্ভ হয়ে গেছে, এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে ছুটে যেতে হবেনা এবং সিটি স্ক্যান এর পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে।’

তবে নাহ, দেবের এই মিষ্টি কথায় চিড়ে ভেজার নয়। পাল্টা চাঁচাছোলা ভাষায় কুণাল ঘোষ দেবকে আক্রমণ করে বসেন। লেখেন, ‘দেব অধিকারী, দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট।যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।’

নিজের এই টুইটের সঙ্গে ডায়ালিসিস ইউনিটের 'উদ্বোধক' বদলে যাওয়া নিয়ে এক সংবাদপত্রের প্রতিবেদনের স্ক্রিনশটও পোস্ট করেছেন কুণাল ঘোষ। সঙ্গে উদ্বোধকের নাম ফলক বদলে যাওয়ার ছবিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। 

নাহ কুণাল ঘোষের এই টুইটের জবাব অবশ্য এখনও দেবের তরফে আসেনি। সুপারস্টার সাংসদ এবিষয়ে ফের মুখ খোলেন কিনা সেটাই দেখার।

বায়োস্কোপ খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.