দেব এতদিন টেক্কা, খাদান ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। সঙ্গে মাঝে টানা তিন মাস লোকসভা নির্বাচন নিয়ে চরম ব্যস্ত ছিলেন। এবার সুযোগ পেয়েই বেড়াতে বেরিয়ে পড়লেন। সঙ্গে গেলেন প্রেমিকা রুক্মিণী মৈত্রও।
দেব এবং রুক্মিণীর ছুটির সফর
শনিবার, ১০ অগস্ট মধ্যরাতে দেব এবং রুক্মিণী মৈত্রকে শহর ছাড়তে দেখা যায়। দেবকে এদিন অল ব্ল্যাক লুকে দেখা যায়। তিনি একটি কালো শার্ট এবং প্যান্ট পরেছিলেন। অন্যদিকে রুক্মিণী মৈত্রর পরনে ছিল লাল টপ, কালো জ্যাকেট এবং কালো কার্গো প্যান্ট। জানা গিয়েছে তাঁরা দুজন মিলে ছুটি কাটাতে যাচ্ছেন কোথাও। যদিও গন্তব্য অজানা। এদিন মধ্যরাতে তাঁদের কলকাতা বিমানবন্দরে দেখা গেল।
আরও পড়ুন: বিচ্ছেদের পর ফের কাছাকাছি নাতাশা হার্দিক? তল্পিতল্পা গুটিয়ে বরের কাছে আসছেন নাকি?
রুক্মিণী নিজেও এদিন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ফ্লাইটে যে তিনি চা খাচ্ছেন সেটার কাপের একটি ছবি পোস্ট করেছেন। তিনি সেই ছবি পোস্ট করে লেখেন, 'আমি এখন বাচ্চাদের মতো দারুণ খুশি...'। আরও একটি ছবি পোস্ট করে লেখেন, 'পরের গন্তব্য কোথায়?' পোস্ট করেছেন একাধিক বুমেরাং ভিডিয়োও।
দেবের আগামী কাজ
দেবকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, প্রমুখ। এছাড়া শীতের ছুটিতে আসবে তাঁর আরেক ছবি খাদান। সেখানে তাঁর সঙ্গে থাকবেন যিশু সেনগুপ্ত। অন্যদিকে সদ্যই তাঁর এবং অভিজিৎ সেনের জুটির চতুর্থ ছবির কথা ঘোষণা করা হয়েছে। এই ছবির নাম প্রতীক্ষা। এখানে দেবের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। তিনি বাংলাদেশের অভিনেত্রী। থাকবেন মিঠুন চক্রবর্তীও।
আরও পড়ুন: সা রে গা মা পা ফেলে মুম্বইতে রথিজিৎ, চুপিসারে চলল দেবের খাদানের গানের রেকর্ডিং, কবে আসছে ছবি?
আরও পড়ুন: 'সিপিএম - তৃণমূল করতে এলে...' আরজি করের ঘটনায় কড়া বার্তা স্বস্তিকার, ক্ষোভ উগরে কী বললেন জিতু?
রুক্মিণীর আগামী কাজ
টেক্কা ছাড়াও রুক্মিণীকে আগামীতে নটী বিনোদিনী ছবিতে দেখা যাবে। মুখ্য ভূমিকায় ধরা দেবেন তিনি। সেই ছবির শ্যুটিং বহুদিন আগেই হয়ে গিয়েছে। তবে কবে মুক্তি পাবে সেই ছবি এখনও জানা যায়নি।