মুক্তি পেয়ে গিয়েছে দেব এবং সৃজিত মুখোপাধ্যায়ের এবারের পুজোর ছবি টেক্কা। মঙ্গলবার ৮ অক্টোবর সন্ধ্যায় প্রিমিয়ার হয় এই ছবির। সেখানে রুক্মিণী, স্বস্তিদেকার সঙ্গে দেব, সৃজিতকেও দেখা যায়। তাছাড়াও তাঁরা দুজন এদিন হল ভিজিটে গিয়েছিলেন। গিয়েই দর্শকদের কী অনুরোধ করলেন অভিনেতা?
আরও পড়ুন: আর জি কর বিতর্ক অতীত, পুজোর মুখে ২০০ জন শিশুর 'আপনজন' সৌরভ, নিলেন পড়াশোনার দায়িত্ব
হল ভিজিটে গিয়ে কী বললেন দেব?
এদিন হল ভিজিটে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন দেব। কথা প্রসঙ্গে উঠে আসে আরজি কর আন্দোলনের ইঙ্গিত। একই সঙ্গে সকলকে একটি বিশেষ অনুরোধ করেন তিনি। দেব এদিন তাঁদের উদ্দেশ্যে বলেন, 'এই বছরটা আমাদের বাংলা ছবির জন্য খুবই ভালো গিয়েছে। আমরা লড়াই করে ফেরত আসার চেষ্টা করছি। নিজের জায়গায় নিজের মতো প্রতিবাদ করেছি। আবার নিজের কাজটাও চালিয়ে নিয়ে যাচ্ছি। তাই আমরা আজ এখানে। আপনাদের জন্যই রি সিনেমা এনেছি। পাশে থাকবেন।'
আরও পড়ুন: 'প্রথমদিনের মতোই ভয় হচ্ছিল...' চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন!কী জানালেন
দেবকে এদিন আরও বলতে শোনা যায়, 'সবাইকে শুধু একটাই অনুরোধ, সবাইকে দেখতে বলবেন ছবিটা কিন্তু কাউকে স্পয়লার দেবেন না।' সৃজিতও সহকর্মীর তালে তাল মিলিয়ে বলেন, 'যদি সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য।'
এদিন এই হল ভিজিটের ভিডিয়ো অভিনেতা নিজেই শেয়ার করেছেন। একই সঙ্গে জানিয়েছেন পঞ্চমীর দিন তাঁদের ছবির প্রায় ৫০টা শো হাউজফুল গিয়েছে।
টেক্কা প্রসঙ্গে
সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবি টেক্কাতে ভরপুর চমক রয়েছে সেটা হিন্দুস্তান টাইমস বাংলার তরফে রিভিউতে জানানো হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সৃজা দত্ত, প্রমুখকে। একটি বিশেষ চরিত্রে ধরা দিয়েছেন টোটা রায়চৌধুরী।