বাংলা নিউজ > বায়োস্কোপ > দেব এবার 'গোলন্দাজ', নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিকের নাম প্রকাশ্যে

দেব এবার 'গোলন্দাজ', নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিকের নাম প্রকাশ্যে

যুবভারতীতে দেব (সৌজন্যে- ফেসবুক অভিষেক দাস)

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র সর্বাধিকারীর বায়োপিকে অভিনয় করছেন দেব। সেই ছবির নাম প্রকাশ্যে আনলেন অভিনেতা দেব। দেব-ধ্রুব জুটির ছবির নাম হতে চলেছে ‘গোলন্দাজ’ ।

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র সর্বাধিকারীর বায়োপিকে অভিনয় করছেন দেব। গত মাসেই প্রকাশ্যে এসেছে সেই খবর । তবে ছবির নাম কী হতে চলেছে ? সেই নিয়ে ধোঁয়াশা কাটছিল না। অবশেষে সেই ছবির নাম প্রকাশ্যে আনলেন অভিনেতা দেব। দেব-ধ্রুব জুটির ছবির নাম ‘গোলন্দাজ’ । সম্প্রতি যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়ে অভিনব কায়দায় ছবির নাম প্রকাশ্যে আনলেন দেব । সঙ্গে ছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ও ।




২০১৭-র ডিসেম্বরে মুক্তি পেয়েছিল 'আমাজন অভিযান' । এর পর কেটে গিয়েছে দু বছর । এর মধ্যে প্রযোজক সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে দেবের মনোমালিন্যের খবর বারবার সামনে এসেছে । তাই দেবের এসভিএফে ফেরাটা টলিউড ইন্ডাস্ট্রির কাছে নিঃসন্দেহে বড়ো পাওনা । এর আগে দর্শকদের 'সোনাদা' ফ্রাঞ্চাইসি উপহার দিয়েছেন পরিচালক। এবার বাঙালির ফুটবল ইতিহাস ফুটে ওঠবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে।

যুবভারতীতে দেব, সঙ্গে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (সৌজন্যে- ফেসবুক)
যুবভারতীতে দেব, সঙ্গে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (সৌজন্যে- ফেসবুক)



আজও মনেপ্রাণে বাঙালি ভালোবাসে ফুটবল খেলাটাকে । অথচ ভারতীয় ফুটবলের জনক, যিনি একজন বাঙালিও বটে তিনি হারিয়ে গিয়েছেন অজানা অতীতে । সেটাই খুঁজে বার করার চেষ্টা করবে ‘গোলন্দাজ’ ।

১৮৭৭ সালে হেয়ার স্কুলে পড়বার সময়, কিশোর নগেন্দ্র প্রসাদ স্কুলের মাঠে বন্ধুদের নিয়ে ফুটবল খেলা শুরু করেন। এরপর তাঁর প্রচেষ্টাতে তৈরি হয় ‘দ্য বয়েজ ক্লাব’-যা ছিল কোন ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত ফুটবলের প্রথম সংগঠন। সেই কারণেই তাঁকে 'ভারতীয় ফুটবলের জনক' বলা হয়।

View this post on Instagram

Getting ready for the next... @svfsocial #trainingtime

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on



দেব প্রথমবার কোন ইতিহাসনির্ভর ছবির অংশ হতে চলেছেন । সেটাও একটা বড়ো চ্যালেঞ্জ দেবের কাছে । দেবের পাশাপাশি ছবিতে আর কারা থাকছেন, তা এখনও স্পষ্ট নয়। জোরকদমে চলেছে প্রি-প্রোডাকশনের কাজ, জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে গোলন্দাজের শ্যুটিং।

বন্ধ করুন