সংসদের অধিবেশনে এদিন দেব প্রশ্ন তুললেন অলিম্পিক নিয়ে। আগামী ২০৩৬ সালে ভারতে যাতে অলিম্পিক অনুষ্ঠিত হতে তার জন্য আগ্রহ প্রকাশ করেছে দেশ। কিন্তু তার জন্য কতটা প্রস্তুত ভারত? দেবের প্রশ্নের জবাবে কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী?
আরও পড়ুন: তসলিমার বই প্রকাশের 'অপরাধে' স্টল ভাঙচুর বাংলাদেশ বইমেলায়! প্রতিবাদে গর্জে উঠলেন ‘লজ্জা’ লেখিকা
কী ঘটেছে?
এদিন সংসদে দেব প্রশ্ন তোলেন যে যদি সত্যিই ভারত ২০৩৬ সালের অলিম্পিকের বরাত পায় তাহলে সেটার জন্য কতটা প্রস্তুত দেশ? একই সঙ্গে দেব এদিন জানতে চান সরকার কী কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে সেটার জন্য? ইতিমধ্যেই কোনও পরিকল্পনা নেওয়া হয় থাকলে সেটার বিবরণ চেয়েছেন তিনি। শুধু তাই নয়, ঘাটালের এমপি জানতে চেয়েছেন দেশ এটার জন্য পরিকাঠামোগত ভাবে কতটা প্রস্তুত। কোনও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কি দেশ যৌথভাবে কোনও পরিকল্পনার ভেবেছে কিনা সেটাও জানতে চান দেব।
কিন্তু যতই প্রশ্ন করুন না কেন কোনও উত্তর দেন না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। বরং তিনি প্রস্তুতির প্রসঙ্গে এড়িয়ে কথা বলেন খেলো ইন্ডিয়া এবং সাইয়ের একাধিক পরিকল্পনা নিয়ে। বিবরণ দেন সেসবের।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে ভারত। সেটার জন্য সরকারি ভাবে চিঠিও দিয়েছে ভারতের অলিম্পিক সংস্থা। কিন্তু সেই দায়িত্বটা বাস্তবে ভারত পাবে কিনা সেটা তো সময়ই বলবে।
তবে এদিন অলিম্পিকের বিষয়ে কথা না বললেও ক্রীড়ামন্ত্রী ক্রীড়া প্রশিক্ষণ নিয়ে। স্পোর্টস কমপ্লেক্সগুলোর উন্নয়ন , সিন্থেটিক ট্র্যাক বসানো থেকে সিন্থেটিক হকি ফিল্ড, ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকারকে কীভাবে কেন্দ্রীয় সরকার সাহায্য করে সেটা জানান। বলেন প্রতিটি রাজ্য সরকারের ক্রীড়া পরিকাঠামোর উন্নতি করা প্রাথমিক কাজ দায়িত্ব । খেলো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে অ্যাথলিটদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন।
আরও পড়ুন: 'ক্রাইম ছবির থেকেও ভয়ঙ্কর' সানিয়ার Mrs! ট্রেলারের টুকরো টুকরো ক্লিপ দেখে কী বলছেন মহিলারা?